Glenn Maxwell Marriage: বাজছে দক্ষিণী সানাই, মালা হাতে নাচতে নাচতে বউয়ের দিকে ম্যাক্সওয়েল, ভাইরাল ভিডিও
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমনের বিয়ের (Glenn Maxwell Marriage) ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল৷
#নয়াদিল্লি: অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল (Glenn Maxwell) এবং ভিনি রামন (Vini Raman) বিবাহবন্ধনে আবদ্ধ হলেন৷ তামিলিয়ান রীতি মেনে বিয়ে করলেন অস্ট্রেলিয়ান তারকা প্লেয়ার৷ নিজের বিয়েটা (Glenn Maxwell Marriage) করার জন্য অস্ট্রেলিয়া বনাম পাকিস্তান সিরিজেও খেলেননি অজি তারকা৷ এমনকি আরসবি বনাম পঞ্জাব ম্যাচেও তিনি খেলতে পারেননি৷ তাঁদের বিয়ে এখন নেট মাধ্যমে ভাইরাল ভিডিও (Viral Video)৷
একটি ভিডিও ভাইরাল ভিডিও (Viral Video) গ্লেন ম্যাক্সওয়েল এবং ভিনি রমনের বিয়ের (Glenn Maxwell Marriage) ভিডিও সোশ্যাল মিডিয়ায় এখন ঝড়ের গতিতে ভাইরাল৷ হয়েছে , বর -বউ দুজনেই মালাবদল করছেন৷ যা সকলেই খুব পছন্দ করছেন৷ ভিনি ট্র্যাডিশানাল ধরণে শাড়ি পরেছেন আর ম্যাক্সওয়েল শেরওয়ানি পরেছেন৷
advertisement
advertisement
দেখে নিন গ্লেন ম্যাক্সওয়েলের বিয়ের (Glenn Maxwell Marriage) ভাইরাল ভিডিও (Viral Video)৷
Many congratulations to Glenn Maxwell and Vini on their marriage. pic.twitter.com/p3CnH9UaEX
— Mufaddal Vohra (@mufaddal_vohra) March 28, 2022
Glenn Maxwell Malai Mattral 🤣 pic.twitter.com/Nu3ikToVRi
— Tinku | ಟಿಂಕು (@tweets_tinku) March 27, 2022
advertisement
ম্যাক্সওয়েল (Glenn Maxwell) আইপিএল ২০২২ এ (IPL 2022) আরসিবিতে যোগ দেবেন এপ্রিলের ৫ তারিখে৷ ৷ এটা ক্রিকেট অস্ট্রেলিয়া চুক্তির ভিত্তিতে এই যোগ দিতে পারবেন তিনি৷ তিনি আরসিবিতে খেলবেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজের সঙ্গে৷
advertisement
ম্যাক্সওয়েল আরসিবি অধিনায়ক হওয়ার দৌড়েও ছিলেন৷ আরসিবি থেকে বিরাট কোহলি অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর তাঁর নাম ছিল আলোচনায়৷ আইপিএল ২০২১ আরসিবি প্লেঅফ অবধি পৌঁছেছিল৷ ম্যাক্সওয়েল গত আইপিএলে দারুণ ফর্মে ছিলেন৷ তিনি ১৫ ম্যাচে ৫১৩ রান করেছিলেন তিনি৷ গড় ছিল ৪২.৭৫ আর স্ট্রাইকরেট ছিল ১৪৪.১০৷ ছিল ৬ টি অর্ধশতরান৷
আরসিবিও (RCB ) অপেক্ষায় রয়েছে গ্লেন ম্যাক্সওয়েল কবে তাদের দলে যোগ দেবেন? আইপিএল ২০২২ এ প্রথম ম্যাচে পঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ২০৫ রান করেও হেরে গেছে৷ এই ম্যাচে নতুন দায়িত্ব নেওয়া অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস (Faf du Plessis) দুরন্ত ৮৮ রান করেন৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 28, 2022 7:55 PM IST