#মুম্বই: রবিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের অমর ম্যাচ জেতানো ইনিংসের সৌজন্যে ভারত এখন টি২০ বিশ্বকাপের সেমিফাইনালে ৷ কিন্তু তার আগে বাংলাদেশের বিরুদ্ধে মাত্র ১ রানে জেতার ম্যাচটাও কিন্তু এখনও কেউ ভুলতে পারেনি ৷ বিশেষ করে হার্দিক পাণ্ডিয়ার শেষ ওভারটা ৷ শেষ বলে ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির দুরন্ত দৌড়ে এসে বাংলাদেশী ব্যাটসম্যান মুস্তাফিজুর রেহমানকে রান-আউট করার বিষয়টিও এখন মনে ধরেছে সকলের ৷ ধারাভাষ্যকাররা তো এখন সেটা নকল করার কাজেও লেগেছেন ৷ ওইদিন ম্যাচ শেষে গোটা বিষয়টা পুনরায় করে দেখান ড্যারেন গঙ্গা, শন পোলক, নিক নাইট এবং রাশেল আর্নল্ডের মতো প্রাক্তন ক্রিকেটাররা ৷ অভিনয়ের স্কিলে কিন্তু সকলকে মাত করে দিয়েছেন ড্যারেন গঙ্গা ৷
Dhoni run-out is #WT20 moment everyone is talking about WATCH @7polly7 @DarenGanga @RusselArnold69 & Knight version!https://t.co/KeIbALrXTe
— ICC (@ICC) March 27, 2016
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।