Home /News /sports /
৩০ লক্ষ আয় করার স্বপ্ন দেখতেন ধোনি, মাহির ইচ্ছে ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ

৩০ লক্ষ আয় করার স্বপ্ন দেখতেন ধোনি, মাহির ইচ্ছে ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ

মহেন্দ্র সিং ধোনি৷ PHOTO- FILE

মহেন্দ্র সিং ধোনি৷ PHOTO- FILE

প্রাক্তন ভারত অধিনায়কের এমনই ইচ্ছের কথা ফাঁস করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর৷

 • Share this:

  #মুম্বই: ক্রিকেট খেলে কোটি কোটি টাকা উপার্জন করেছেন৷ কিন্তু মাত্র ৩০ লক্ষ টাকা রোজগারের লক্ষ্য নিয়ে ভারতীয় দলের হয়ে খেলতে শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি৷

  প্রাক্তন ভারত অধিনায়কের এমনই ইচ্ছের কথা ফাঁস করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর৷ টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে ধোনির এই মনের ইচ্ছের কথা জানিয়েছেন জাফর৷

  ওয়াসিম জাফর জানিয়েছেন, ভারতীয় দলের হয়ে এক বা দু' বছর খেলে ফেলার পর একদিন তাঁকে এ কথা জানিয়েছিলেন ধোনি৷ ড্রেসিংরুমে মাহি তাঁকে বলেন, ক্রিকেট খেলে তিরিশ লক্ষ টাকা উপার্জন করে রাঁচিতে শান্তিতে অবসর জীবন কাটাতে চান তিনি৷ মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন খেলা জাফর সম্প্রতি অবসর নিয়েছেন৷ জাতীয় দলে একসময় ধোনির সতীর্থ ছিলেন জাফর৷ টুইটারে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, ধোনির সঙ্গে কাটানো কোনও একটি ভাল মুহূর্তের কথা শেয়ার করার৷ তখনই এই ঘটনার কথা উল্লেখ করেন জাফর৷

  ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দু'টি বিশ্বকাপ জেতা ধোনি শেষ প্রায় সাড়ে আট মাস জাতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলেননি৷ শেষবার বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল তাঁকে৷ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস-এর হয়ে ধোনির প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ভক্তরা৷ কিন্তু করোনা ভাইরাসের ধাক্কায় আইপিএল-এর ভবিষ্যতই অনিশ্চিত৷

  Published by:Debamoy Ghosh
  First published:

  Tags: M.S Dhoni

  পরবর্তী খবর