corona virus btn
corona virus btn
Loading

৩০ লক্ষ আয় করার স্বপ্ন দেখতেন ধোনি, মাহির ইচ্ছে ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ

৩০ লক্ষ আয় করার স্বপ্ন দেখতেন ধোনি, মাহির ইচ্ছে ফাঁস করলেন প্রাক্তন সতীর্থ
মহেন্দ্র সিং ধোনি৷ PHOTO- FILE

প্রাক্তন ভারত অধিনায়কের এমনই ইচ্ছের কথা ফাঁস করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর৷

  • Share this:

#মুম্বই: ক্রিকেট খেলে কোটি কোটি টাকা উপার্জন করেছেন৷ কিন্তু মাত্র ৩০ লক্ষ টাকা রোজগারের লক্ষ্য নিয়ে ভারতীয় দলের হয়ে খেলতে শুরু করেছিলেন মহেন্দ্র সিং ধোনি৷

প্রাক্তন ভারত অধিনায়কের এমনই ইচ্ছের কথা ফাঁস করেছেন ভারতীয় দলের প্রাক্তন ওপেনার ওয়াসিম জাফর৷ টুইটারে এক ভক্তের প্রশ্নের উত্তরে ধোনির এই মনের ইচ্ছের কথা জানিয়েছেন জাফর৷

ওয়াসিম জাফর জানিয়েছেন, ভারতীয় দলের হয়ে এক বা দু' বছর খেলে ফেলার পর একদিন তাঁকে এ কথা জানিয়েছিলেন ধোনি৷ ড্রেসিংরুমে মাহি তাঁকে বলেন, ক্রিকেট খেলে তিরিশ লক্ষ টাকা উপার্জন করে রাঁচিতে শান্তিতে অবসর জীবন কাটাতে চান তিনি৷ মুম্বইয়ের হয়ে দীর্ঘদিন খেলা জাফর সম্প্রতি অবসর নিয়েছেন৷ জাতীয় দলে একসময় ধোনির সতীর্থ ছিলেন জাফর৷ টুইটারে এক ভক্ত তাঁকে প্রশ্ন করেছিলেন, ধোনির সঙ্গে কাটানো কোনও একটি ভাল মুহূর্তের কথা শেয়ার করার৷ তখনই এই ঘটনার কথা উল্লেখ করেন জাফর৷

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে দু'টি বিশ্বকাপ জেতা ধোনি শেষ প্রায় সাড়ে আট মাস জাতীয় দলের হয়ে কোনও ম্যাচ খেলেননি৷ শেষবার বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছিল তাঁকে৷ আইপিএল-এ চেন্নাই সুপার কিংস-এর হয়ে ধোনির প্রত্যাবর্তনের অপেক্ষায় ছিলেন ভক্তরা৷ কিন্তু করোনা ভাইরাসের ধাক্কায় আইপিএল-এর ভবিষ্যতই অনিশ্চিত৷

First published: March 30, 2020, 9:59 AM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर