পাকিস্তান সেমিতে যেতেই 'ভাসান ডান্স' আক্রম-ওয়াকারদের, নেট দুনিয়ায় ভাইরাল ভিডিও
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
বাংলাদেশকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ ২০২২-এর সেমি ফাইনালে পৌছে গিয়েছে পাকিস্তান। বাবরদের এই সাফল্যের আনন্দে নাচলেন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিসরা।
টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে হার। তারপর দুর্বল জিম্বাবোয়ের বিরুদ্ধেও পরাজয়। প্রতিযোগিতা থেকে পাকিস্তানের বিদায় প্রায় নিশ্চিৎ হয়ে গিয়েছিল। দক্ষিণ আফ্রিকাকে হারালেও বাবরদের ভাগ্য নির্ভর করছিল কোনও অলৌকিক ঘটনার উপর। আর সেই অলৌকিক কাণ্ড করে দেখায় নেদারল্যান্ডস। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দেওয়ায় সেমিতে যাওয়ার পথ তৈরি হয় বাবরদের। আর ডু অর ডাই ম্যাচে বাংলাদেশ হারিয়ে শেষ চারের টিকিট পাকা করতে কোনও ভুল করেনি পাক দল।
পাকিস্তান সেমি ফাইনালে পৌছতেই দেশ জুড়ে উৎসবের আমেজ। এমনকী বাংলাদেশ ম্যাচ জেতার পর লাইভ টিভিতে বসে নাচতে দেখা গেল পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন তারকাদের। যেই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল নেট দুনিয়ায়। ভিডিওতে দেখা যায় পাকিস্তান-বাংলাদেশ ম্যাচেপ বিশ্লেষণ করার জন্য সেদেশের একটি টিভি চ্যানেলে ছিলেন ওয়াসিম আক্রম, ওয়াকার ইউনিস, মিসবা উল হক ও শোয়েব মালিকরা। পাকিস্তান ম্যাচ জিততেই সঞ্চালকের তালে তাল মেলান আক্রম, ইউনিস এবং শোয়েব মালিক। মিসবাকে অবশ্য নাচতে দেখা যায়নি। তবে মন খুলে পাকিস্তানের সেমিতে যাওয়ার উপভোগ করেন প্রাক্তন তারকারা।
advertisement
Pavilion dance celebration 2022 pic.twitter.com/huA2kPUeus
— Zak (@Zakr1a) November 6, 2022
advertisement
প্রসঙ্গত, বাংলাদেশের বিরুদ্ধে মরণ বাচন ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৭ রান করে সাকিবরা। দলের হয়ে সর্বোচ্চ ৫৩ রান করেন নাজিমুল হাসান শান্তো। পাকিস্তানের হয়ে ৪ উইকেট নেন শাহন আফ্রিদি। রান তাড়া করতে ১১ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয় পায় পাকিস্তান। মহম্মদ রিজওয়ান ৩২, মহম্মদ হ্যারিস ৩১ ও বাবর আজম ২৫ রান করেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2022 9:14 AM IST