Imran Khan: `ইমরান খানের সঙ্গে অন্যায় হচ্ছে'! পাক সরকারের বিরুদ্ধে বোমা ওয়াসিম, শোয়েবদের
- Published by:Rohan roychowdhury
- news18 bangla
Last Updated:
লাহোর: বেল পেয়ে যাওয়ার পর কয়েক ঘণ্টা আরো ইচ্ছে করে আটকে রাখা হয়েছিল তাকে। ইচ্ছে করে এমনটা করা হয়েছে দাবি করেছিলেন ইমরান খান। পাকিস্তানের সেনাপ্রধানের বিরুদ্ধে তার অভিযোগ ছিল। ক্রিকেট থেকে অবসরের পর ইমরান রাজনীতিতে আসেন। তিনি প্রধানমন্ত্রী হলেও বেশিদিন তাঁর মেয়াদ ছিল না। কিছুদিন আগে একটি অনুষ্ঠানে তাঁর পায়ে গুলি চালানো হয়। ইমরান খানকে ১০ মে আদালতে তোলা হয়েছে।
তাঁকে তোষাখানার ঘটনায় গ্রেফতার করা হয়েছে। আল কাদরি মামলাতেও তাকে অভিযুক্ত করা হয়েছিল। তাঁর উপরে ১০০-টিরও বেশি মামলা রয়েছে। প্রধানমন্ত্রী যাওয়ার পর তাঁর বিরুদ্ধে মামলা করা হয় বিভিন্ন ঘটনায়। ইমরানকে যেভাবে গ্রেফতার করা হয়েছে তাঁর নিন্দা করেছেন বিচারপতিও। আদালত থেকে গ্রেফতার করায় আদালতের অবমাননা হয়েছে বলে তিনি মন্তব্য করেছেন।
দেশের হয়ে ক্রিকেটে বিশ্বের কাছে প্রতিনিধিত্ব করা ইমরানের সঙ্গে এই ব্যবহারে প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটাররা নিন্দা করলেন। তালিকায় আছেন শোয়েব, আক্রম, ওয়াকারের মত তারকারা। ভিডিয়ো পোস্ট করে টুইট করেছেন শোয়েব, তিনি বলেছেন, আমাদের দেশের হিরোর সঙ্গে এটা দেখতে ভালো লাগছে না। ইমরান খানকে এভাবে নিয়ে যাওয়া হচ্ছে!ওর চোট এবং দেশের জন্য ওর ত্যাগ দেখে ওকে ছাড় দেওয়া উচিত ছিল। আমরা কোনদিকে যাচ্ছি? আমাদের দেশের হিরোকে সম্মান দাও।
advertisement
advertisement
It’s a heart wrenching visual to see our national hero , @ImranKhanPTI being manhandled this way, considering he’s injured and has countless services for Pakistan, Where are we heading towards? Show some respect to our national hero’s plz🙏🙏🙏 pic.twitter.com/UFd08TVOcp
— Shoaib Akhtar (@shoaib100mph) May 10, 2023
advertisement
ওয়াসিম আক্রম লিখেছেন, অধিনায়ক তোমার সঙ্গে আছি। অবিচারের শেষে স্বাধীনতা আসে। তোমাকে আরও শক্তি দিক। ওয়াকার ইউনিস লেখেন, আমাদের নেতাকে নিরাপত্তা দিতে হবে। যে মানুষটা পাকিস্তানকে প্রথম এবং একমাত্র একদিনের বিশ্বকাপ এনে দিয়েছে সে দেশের গর্ব।
ইমরান খানের সঙ্গে এমন ব্যবহার পাকিস্তানি হিসেবে আমাদের লজ্জা লাগছে। দেশের সরকারের এরকম করা উচিত নয়। ইমরান খান পাকিস্তানের সম্পদ, এটা ভুলে গেলে চলবে না। অনেক মানুষ সারা পৃথিবীতে পাকিস্তানকে চেনে ওই ইমরানের নামে।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 13, 2023 9:09 PM IST