আমেরিকায় সিরিজ হার সচিনদের
Last Updated:
দলের রানকে আড়াইশো টপকাতে সাহায্য করেন রিকি পন্টিং ৷ মাত্র ১৬ বলে ৪১ রান করেন তিনি ৷ রান তাড়া করতে নেমে সেহওয়াগ (১৬), সচিন (৩৩), সৌরভ (১২), লারা (১৯) ফিরতেই ম্যাচের ফলাফল মোটামুটি নির্ধারণ হয়ে যায় ৷ শেষদিকে, শন পোলক ২২ বলে ৫৫ রান করলেও ওয়ার্নদের সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি ৷ ২০৫ রানে শেষ হয়ে যায় ব্লাস্টার্সরা। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে ৷
ওয়ার্ন ওয়ারিয়ার্স : ২৬২/৫ (২০ ওভার)
সচিন ব্লাস্টার্স: ২০৫/৮ (২০ ওভার)
৫৭ রানে জয়ী ওয়ার্ন ওয়ারিয়ার্স
advertisement
#হিউস্টন: বুড়ো বয়সে ২৬৩ রান তাড়া করাটা মোটেই সহজ কাজ ছিল না ৷ সেটা হয়ওনি ৷ তাই বৃহস্পতিবার ওয়ার্নদের ইনিংস শেষ হওয়ার পরেই সচিনদের সিরিজ হার মোটামুটি নিশ্চিত হয়ে যায় ৷ খেলাতে ওয়ার্নরা সচিনদের টেক্কা দিলেও দর্শকদের মন জয় করতে কিন্তু সফল ব্লাস্টার্সরা ৷ ব্যাট করার সময় বীরেন্দ্র সেহওয়াগের ‘চলা যাতা হু, কিসি কে ধুন মে’ গান থেকে শুরু করে সচিনের চোখ ধাঁধানো কিছু শট , সবকিছুতেই দর্শকদের তালি আজ বেশি পড়েছে ৷ আর একজনকে অবশ্যই ভুললে চলবে না তিনি ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ৷ আমেরিকাতেও যে তাঁর ভক্তের অভাব নেই , এদিনের ম্যাচই তার প্রমাণ ৷ ‘দাদা’ লেখা টি-শার্ট পরে সমর্থকরা ভিড় জমিয়েছিলেন মাঠে ৷ শুরুটাও খারাপ করেননি সৌরভ ৷ বহুবছর পর খেলতে নেমে ১২ বলে ১২ রান করেলন ৷ জ্যাক কালিসকে লং অফের উপর দিয়ে মারা একটা বিশাল ছক্কাও যার মধ্যে রয়েছে ৷
advertisement
টস জিতে এদিন ওয়ারিয়ার্সদেরই আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন সচিন ৷ শুরু থেকেই ভনরা ছিলেন আক্রমণাত্বক মুডে ৷ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের ২২ বলে ৩০ এবং ম্যাথিউ হেডেন ১৫ বলে ৩২ রান করে শুরুটা দুর্দান্ত করেন ওয়ারিয়ার্সদের ৷ এরপরও রানের গতি থেমে থাকেনি ৷ কালিস (৪৫) , সঙ্গাকারা (৭০) প্রত্যেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে ৷ কিন্তু দলের রানকে আড়াইশো টপকাতে সাহায্য করেন রিকি পন্টিং ৷ মাত্র ১৬ বলে ৪১ রান করেন তিনি ৷ রান তাড়া করতে নেমে সেহওয়াগ (১৬), সচিন (৩৩), সৌরভ (১২), লারা (১৯) ফিরতেই ম্যাচের ফলাফল মোটামুটি নির্ধারণ হয়ে যায় ৷ শেষদিকে, শন পোলক ২২ বলে ৫৫ রান করলেও ওয়ার্নদের সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি ৷ ২০৫ রানে শেষ হয়ে যায় ব্লাস্টার্সরা। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 12, 2015 12:57 PM IST