আমেরিকায় সিরিজ হার সচিনদের

Last Updated:

দলের রানকে আড়াইশো টপকাতে সাহায্য করেন রিকি পন্টিং ৷ মাত্র ১৬ বলে ৪১ রান করেন তিনি ৷ রান তাড়া করতে নেমে সেহওয়াগ (১৬), সচিন (৩৩), সৌরভ (১২), লারা (১৯) ফিরতেই ম্যাচের ফলাফল মোটামুটি নির্ধারণ হয়ে যায় ৷ শেষদিকে, শন পোলক ২২ বলে ৫৫ রান করলেও ওয়ার্নদের সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি ৷ ২০৫ রানে শেষ হয়ে যায় ব্লাস্টার্সরা। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে ৷

ওয়ার্ন ওয়ারিয়ার্স : ২৬২/৫ (২০ ওভার)

সচিন ব্লাস্টার্স: ২০৫/৮ (২০ ওভার)

৫৭ রানে জয়ী ওয়ার্ন ওয়ারিয়ার্স

advertisement
#হিউস্টন: বুড়ো বয়সে ২৬৩ রান তাড়া করাটা মোটেই সহজ কাজ ছিল না ৷ সেটা হয়ওনি ৷ তাই বৃহস্পতিবার ওয়ার্নদের ইনিংস শেষ হওয়ার পরেই সচিনদের সিরিজ হার মোটামুটি নিশ্চিত হয়ে যায় ৷ খেলাতে ওয়ার্নরা সচিনদের টেক্কা দিলেও দর্শকদের মন জয় করতে কিন্তু সফল ব্লাস্টার্সরা ৷ ব্যাট করার সময় বীরেন্দ্র সেহওয়াগের ‘চলা যাতা হু, কিসি কে ধুন মে’ গান থেকে শুরু করে সচিনের চোখ ধাঁধানো কিছু শট , সবকিছুতেই দর্শকদের তালি আজ বেশি পড়েছে ৷ আর একজনকে অবশ্যই ভুললে চলবে না তিনি ‘প্রিন্স অফ ক্যালকাটা’ ৷ আমেরিকাতেও যে তাঁর ভক্তের অভাব নেই , এদিনের ম্যাচই তার প্রমাণ ৷ ‘দাদা’ লেখা টি-শার্ট পরে সমর্থকরা ভিড় জমিয়েছিলেন মাঠে ৷ শুরুটাও খারাপ করেননি সৌরভ ৷ বহুবছর পর খেলতে নেমে ১২ বলে ১২ রান করেলন ৷ জ্যাক কালিসকে লং অফের উপর দিয়ে মারা একটা বিশাল ছক্কাও যার মধ্যে রয়েছে ৷  
advertisement
ganguly
টস জিতে এদিন ওয়ারিয়ার্সদেরই  আগে ব্যাট করতে পাঠিয়েছিলেন সচিন ৷  শুরু থেকেই ভনরা ছিলেন আক্রমণাত্বক মুডে ৷ প্রাক্তন ইংল্যান্ড অধিনায়কের ২২ বলে ৩০ এবং ম্যাথিউ হেডেন ১৫ বলে ৩২ রান করে শুরুটা দুর্দান্ত করেন ওয়ারিয়ার্সদের ৷ এরপরও রানের গতি থেমে থাকেনি ৷ কালিস (৪৫) , সঙ্গাকারা (৭০) প্রত্যেকেই ছিলেন বিধ্বংসী মেজাজে ৷ কিন্তু দলের রানকে আড়াইশো টপকাতে সাহায্য করেন রিকি পন্টিং ৷ মাত্র ১৬ বলে ৪১ রান করেন তিনি ৷  রান তাড়া করতে নেমে সেহওয়াগ (১৬), সচিন (৩৩), সৌরভ (১২),  লারা (১৯) ফিরতেই ম্যাচের ফলাফল মোটামুটি নির্ধারণ হয়ে যায় ৷  শেষদিকে, শন পোলক ২২ বলে ৫৫ রান করলেও ওয়ার্নদের সিরিজ জিততে কোনও সমস্যা হয়নি ৷ ২০৫ রানে শেষ হয়ে যায় ব্লাস্টার্সরা। সিরিজের তৃতীয় এবং শেষ ম্যাচ ১৪ নভেম্বর লস অ্যাঞ্জেলেসে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আমেরিকায় সিরিজ হার সচিনদের
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement