R Praggnanandhaa: প্রজ্ঞার কৃতিত্বে গর্বিত দেশ, শুভেচ্ছা বার্তা বিশ্বনাথন আনন্দ থেকে সচিন তেন্ডুলকরের

Last Updated:

R Praggnanandhaa: অনেক লড়াই করেও হল না স্বপ্নপূরণ। দাবা বিশ্বকাপের ফাইনালে টাই ব্রেকারে ম্যাগনাস কার্লসেনের কাছে হার ভারতীয় গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দের।

দাবা বিশ্বকাপের ফাইনালে প্রথম ২ দিনের দু’টি ক্লাসিক্যাল রাউন্ড ড্র হয়। আর প্রজ্ঞানন্দ না বিশ্বনাথন আনন্দ বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট কার মাথায় উঠবে তা ঠিক করতে বৃহস্পতিবার ফাইনাল গড়ায় টাইব্রেকারে। সেখানে ভাগ্য সাথ দিল না ১৮ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টারের। টাইব্রেকার রাউন্ডে ২.৫-১.৫ পয়েন্টে জিতে আরও একবার বিশ্বসেরা ম্যাগনাস কার্লসেন। তবে দাবা বিশ্বকাপে রানার্স হওয়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসাবে ক্যান্ডিডেটসের ফাইনালের যোগ্যতা অর্জন করেছেন প্রজ্ঞা।
মাত্র ১৮ বছর বয়সে যে কৃতিত্ব অর্জন করেছে তা কুর্নিশ যোগ্য। প্রজ্ঞার জন্য গর্বিত গোটা দেশ। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় গ্র্যান্ডমাস্টারকে শুভেচ্ছা জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, প্রাক্তন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ, ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকর থেকে আর অনেকেই। অনুরাগ ঠাকুর লেখেন,” উজ্জ্ব যাত্রার জন্য, রানার-আপ হয়ে নতুন মাইলফলক স্থাপন করার জন্য ভারতীয় দাবাড়ু প্রজ্ঞানন্দকে অভিনন্দন।”
advertisement
advertisement
advertisement
ভারতের প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্বনাথন আনন্দ প্রজ্ঞানন্দকে শুভেচ্ছা জানান। একইসঙ্গে প্রজ্ঞানন্দ যে সফলতার সঙ্গে কামব্যাক করবে সেই কথাও জানান বিশ্বনাথন আনন্দ। সচিন তেন্ডুলকর পোস্টে লেখেন, “একটি অবিশ্বাস্য টুর্নামেন্টের জন্য প্রজ্ঞানন্দকে অভিনন্দন। আপনার স্বপ্নের পিছনে ছুটতে থাকুন এবং ভারতকে গর্বিত করুন।”
advertisement
advertisement
প্রসঙ্গত, টাইব্রেকারে প্রথম র‌্যাপিড রাউন্ডে একটি চাল দিতে সাড়ে ৬ মিনিট সময় নেন প্রজ্ঞা। ২৫ মিনিটের ফাইনালের টাইব্রেকারে এটাই তফাৎ গড়ে দেয়। ড় মঞ্চে বিশ্বে পয়লা নম্বর দাবারু ও পাঁচবারের বিশ্বজয়ী কার্লসেনের অভিজ্ঞতার কাছেই যেন থামল প্রজ্ঞানন্দের স্বপ্নের দৌড়। ফাইনালে রানার্সআপ হলেও প্রজ্ঞার সাফল্যে গর্বিত দেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
R Praggnanandhaa: প্রজ্ঞার কৃতিত্বে গর্বিত দেশ, শুভেচ্ছা বার্তা বিশ্বনাথন আনন্দ থেকে সচিন তেন্ডুলকরের
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement