Virendra Sehwag: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো; বীরেন্দ্র সেহওয়াগের বিবাহে চিড়? তুঙ্গে জল্পনা

Last Updated:

ভারতীয় ক্রিকেট দুনিয়ায় যেন একের পর এক ভাঙনের সুর। এবার ২০ বছরের সংসার ভাঙতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র সেহওয়াগের! এই নিয়ে আপাতত শুরু হয়েছে জোর জল্পনা। ফলে বৃহস্পতিবার থেকে আবারও চর্চার শিরোনামে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই ওপেনার।

সম্পর্কে ভাঙন? জল্পনা তুঙ্গে
সম্পর্কে ভাঙন? জল্পনা তুঙ্গে
নয়াদিল্লি: ভারতীয় ক্রিকেট দুনিয়ায় যেন একের পর এক ভাঙনের সুর। এবার ২০ বছরের সংসার ভাঙতে চলেছে প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা বীরেন্দ্র সেহওয়াগের! এই নিয়ে আপাতত শুরু হয়েছে জোর জল্পনা। ফলে বৃহস্পতিবার থেকে আবারও চর্চার শিরোনামে উঠে এসেছেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন এই ওপেনার।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, ২০০৪ সালে গাঁটছড়া বেঁধেছিলেন বীরেন্দ্র সেহওয়াগ এবং আরতি অহলাওয়াত। এই দম্পতির দুই সন্তান। ২০০৭ সালে জন্ম প্রথম পুত্র আর্যবীরের এবং ২০১০-এ জন্মেছে তাঁদের দ্বিতীয় পুত্র বেদান্ত। কিন্তু সম্প্রতি ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো করেছেন তাঁরা। যার জেরে বিবাহবিচ্ছেদের জল্পনার আগুনে ঘি পড়েছে।
হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, গত বছর দীপাবলিতে সেহওয়াগ পারিবারিক উদযাপনের ছবি ভাগ করে নিয়েছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছিল ক্রিকেট তারকার মা এবং দুই পুত্রকে। সেই উদযাপনের ছবিতে অনুপস্থিত ছিলেন আরতি। তার থেকেই খানিকটা আঁচ করেছিলেন ভক্তরা।
advertisement
advertisement
এদিকে সপ্তাহ দুয়েক আগে পলক্কড়ের বিশ্ব নাগায়াক্ষী মন্দির দর্শনে গিয়েছিলেন বীরেন্দ্র সেহওয়াগ। আর সেই ছবিই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে শেয়ার করেছেন তিনি। তবে ওই পোস্টে আরতির বিষয়ে কোনও উল্লেখ ছিল না। যা দেখে বোঝা যায় যে, এই দম্পতির মধ্যে সব কিছু ঠিক নেই।
এখানেই শেষ নয়, হিন্দুস্তান টাইমস-এর প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে যে, বিগত বেশ কয়েক মাস ধরে একসঙ্গে থাকছেন না সেহওয়াগ আর আরতি। রিপোর্টে এ-ও দাবি যে, বিবাহবিচ্ছেদ আসন্ন। যদিও বীরেন্দ্র সেহওয়াগের তরফে এই প্রসঙ্গে কোনও ধরনের বিবৃতি প্রকাশ করা হয়নি। এমনকী আরতিও এই বিষয়ে মুখে কুলুপ এঁটে রয়েছেন। তবে তাঁরা যদি কোনও বিবৃতি জারি করেন, তবেই বিষয়টা স্পষ্ট হবে।
advertisement
আর এই জল্পনা ছড়িয়ে পড়ার পর সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সাম্প্রতিক সময়ে স্ত্রী আরতির সঙ্গে কোনও ছবি পোস্ট করতে দেখা যায়নি সেহওয়াগকে। যদিও তাঁর অ্যাকাউন্টে এখনও তাঁদের একসঙ্গে পুরনো ছবি রয়েছে। তবে দেখা গিয়েছে, স্ত্রী আরতিকে আর ইনস্টাগ্রামে ফলো করছেন না সেহওয়াগ। অন্যদিকে আরতির অ্যাকাউন্ট আবার ‘প্রাইভেট’।
আরও পড়ুন: মরশুম শুরুর আগেই খারাপ খবর কেকেআরে! হাতছাড়া হবে ‘অধিনায়ক’? বড় আপডেট
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় পুত্র আর্যবীরের সঙ্গে খুনসুটিতে মেতেছিলেন সেহওয়াগ। আসলে আর্যবীর বাবার পথেই হাঁটছে। কোচবিহার ট্রফিতে মেঘালয়ের বিরুদ্ধে দিল্লির হয়ে ৩০৯ বলে ২৯৭ রান হাঁকিয়েছিল সে। এর অর্থ হল, সেহওয়াগের জীবনের সর্বোচ্চ রান ৩১৯ থেকে মাত্র ২৩ রান কম এসেছিল আর্যবীরের ঝুলিতে। গত বছরের নভেম্বরে এক্স প্ল্যাটফর্মে সেহওয়াগ পোস্ট করেন যে, “ভাল খেলেছো আর্যবীর। ২৩ রানের জন্য একটা ফেরারি হাতছাড়া হল। কিন্তু খুব ভাল। এই আগুন নিজের মধ্যে জ্বালিয়ে রাখো। বাবার থেকেও আরও বেশি করে শতরান, দুশো কিংবা তিনশো রান করো।”
advertisement
আরও পড়ুন: ভারতের ৪ তারকা ব্যাটারের এ কী অবস্থা!চ্যাম্পিয়ন্স ট্রফির আগে চিন্তা বাড়ল বহুগুণ
আসলে সেহওয়াগ কয়েক বছর আগে সর্বসমক্ষে একটা প্রতিশ্রুতি দিয়েছিলেন। ২০১৫ সালে হর্ষ ভোগলের এক সাক্ষাৎকারে সেহওয়াগ প্রতিশ্রুতি দিয়ে জানিয়েছিলেন যে, যদি পুত্ররা তাঁর সেরা রান ৩১৯ পার করতে পারে, তাহলে তিনি আর্যবীর এবং বেদান্তকে ফেরারি উপহার দেবেন।
Click here to add News18 as your preferred news source on Google.
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virendra Sehwag: ইনস্টাগ্রামে একে অপরকে আনফলো; বীরেন্দ্র সেহওয়াগের বিবাহে চিড়? তুঙ্গে জল্পনা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement