Virat Kohli Ujjain: অনুষ্কাকে নিয়ে উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরে বিরাট! পূজো দিলেন সাধারণের মতোই
- Published by:Rohan roychowdhury
Last Updated:
ইনদওর: বিরাট কোহলি হঠাৎ এরকম ধার্মিক কেন হয়ে গেলেন? প্রশ্ন উঠতেই পারে। এর আগে সস্ত্রীক নৈনিতালে নিম করলি বাবার আশ্রমে গিয়েছিলেন। তার আগে গিয়েছিলেন বৃন্দাবনে। দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন ঋষিকেশ। এবার অনুষ্কার সঙ্গে বিরাট কোহলিকে দেখা গেল উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরে। শিবের মাথায় জল এবং দুধ ঢাললেন, মেঝেতে বসেই ঈশ্বরকে ডাকলেন।
পুরোহিতদের সঙ্গে মিশে গেলেন। সাধারণ মানুষের সঙ্গে সেলফি তুললেন। বিরাট জানিয়েছেন এই মন্দিরে আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। অবশেষে আসতে পেরেছেন এবং এটা দারুণ অনুভূতি। দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারে ছন্দে ফিরেছেন বিরাট।
Virat Kohli and Anushka Sharma at Mahakal temple, Ujjain🧡pic.twitter.com/3GUMc0EXDd
— Mufaddal Vohra (@mufaddel_vohra) March 4, 2023
advertisement
advertisement
কিন্তু সাড়ে তিন বছর পেরিয়েও টেস্টে এখনও সুদিন দেখতে পারছেন না তিনি। গত ২০টি টেস্টে মাত্র একটি হাফ সেঞ্চুরি প্রাক্তন ভারত অধিনায়কের ঝুলিতে। শেষবার ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান করেছিলেন। এখন দেখার মহাকালেশ্বর মন্দিরে ঘুরে আসার পর টেস্ট ক্রিকেটে বিরাট ফর্মে ফিরতে পারেন কিনা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 04, 2023 2:38 PM IST