ইনদওর: বিরাট কোহলি হঠাৎ এরকম ধার্মিক কেন হয়ে গেলেন? প্রশ্ন উঠতেই পারে। এর আগে সস্ত্রীক নৈনিতালে নিম করলি বাবার আশ্রমে গিয়েছিলেন। তার আগে গিয়েছিলেন বৃন্দাবনে। দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন ঋষিকেশ। এবার অনুষ্কার সঙ্গে বিরাট কোহলিকে দেখা গেল উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরে। শিবের মাথায় জল এবং দুধ ঢাললেন, মেঝেতে বসেই ঈশ্বরকে ডাকলেন।
পুরোহিতদের সঙ্গে মিশে গেলেন। সাধারণ মানুষের সঙ্গে সেলফি তুললেন। বিরাট জানিয়েছেন এই মন্দিরে আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। অবশেষে আসতে পেরেছেন এবং এটা দারুণ অনুভূতি। দীর্ঘদিন অফ ফর্মে থাকার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে সীমিত ওভারে ছন্দে ফিরেছেন বিরাট।
Virat Kohli and Anushka Sharma at Mahakal temple, Ujjain🧡pic.twitter.com/3GUMc0EXDd
— Mufaddal Vohra (@mufaddel_vohra) March 4, 2023
কিন্তু সাড়ে তিন বছর পেরিয়েও টেস্টে এখনও সুদিন দেখতে পারছেন না তিনি। গত ২০টি টেস্টে মাত্র একটি হাফ সেঞ্চুরি প্রাক্তন ভারত অধিনায়কের ঝুলিতে। শেষবার ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট শতরান করেছিলেন। এখন দেখার মহাকালেশ্বর মন্দিরে ঘুরে আসার পর টেস্ট ক্রিকেটে বিরাট ফর্মে ফিরতে পারেন কিনা।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anushka Sharma, Virat Kohli