Virat Kohli: তৃতীয় ওয়ানডে-র পরই কি অবসর নেবেন বিরাট কোহলি? প্রাক্তন সতীর্থের পোস্ট ঘিরে জল্পনা!

Last Updated:

Virat Kohli: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে কোহলির এই পারফরম্যান্স হতাশ করেছে ফ্যানেদের।

News18
News18
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজে প্রথম দুটি ম্যাচেই শূন্য রানে আউট হয়েছেন বিরাট কোহলি। দীর্ঘ দিন পর জাতীয় দলে ফিরে কোহলির এই পারফরম্যান্স হতাশ করেছে ফ্যানেদের।
ওয়ানডে ক্যারিয়ারে প্রথমবারের মতো পরপর দুই ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় শুরু হয় নানা জল্পনা। অনেকেই ধারণা করতে শুরু করেন যে কোহলি হয়তো ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের কথা ভাবছেন।
তৃতীয় একদিনের ম্যাচের আগে সেই জল্পনা আরও বেড়ে যায় যখন তাঁর প্রাক্তন সতীর্থ পার্থিব প্যাটেল দ্বিতীয় ওয়ানডের পর এক্স (X)-এ টুইট করেন, “Sydney it is!!” অনেকে মনে করেন, এই টুইটটি হয়তো কোহলির ওয়ানডে অবসরের ইঙ্গিত দিচ্ছে।
advertisement
advertisement
তবে শুক্রবার, ২৪ অক্টোবর, প্যাটেল নিজেই এই গুজবের ইতি টানেন। এক ভক্ত তাঁকে জিজ্ঞেস করেন তাঁর পোস্টটি কি কোহলির অবসর নিয়ে ছিল? উত্তরে তিনি স্পষ্টভাবে জানান, “Not at all!!” অর্থাৎ একদমই না। এতে নিশ্চিত হয় যে কোহলি ওয়ানডে ক্রিকেট ছাড়ছেন না।
advertisement
ভারতীয় ব্যাটিংয়ের স্তম্ভ কোহলি ইতিমধ্যেই টি-টোয়েন্টি ও টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর তিনি সংক্ষিপ্ত ফরম্যাট থেকে বিদায় নেন এবং ২০২৫ সালের ১২ মে টেস্ট ক্রিকেট থেকেও সরে দাঁড়ান। বর্তমানে তিনি ওয়ানডে ক্রিকেটে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: তৃতীয় ওয়ানডে-র পরই কি অবসর নেবেন বিরাট কোহলি? প্রাক্তন সতীর্থের পোস্ট ঘিরে জল্পনা!
Next Article
advertisement
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের? চূড়ান্ত হচ্ছে দিনক্ষণ
হাজির থাকবেন প্রধানমন্ত্রী মোদি! ২০ নভেম্বরই সম্ভবত গান্ধি ময়দানে শপথগ্রহণ নীতীশের
  • বিহার বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছে মোদি-নীতীশের এনডিএ-জোট! এবার সরকার গঠনের পালা। সূত্রের খবর, সম্ভবত আগামী ২০ নভেম্বর বিহারের গান্ধি ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে বিহারের নবনির্বাচিত এনডিএ সরকারের শপথগ্রহণ অনুষ্ঠান

VIEW MORE
advertisement
advertisement