Virat Kohli: ওয়ান ডে ক্রিকেটে দুর্দান্ত রেকর্ড, তবু কেন অধিনায়কের পদ থেকে সরানো হল কোহলিকে ?
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Why Rohit replaced Kohli as India’s ODI Captain: অধিনায়ক হিসেবে এক দিনের ক্রিকেটে কোহলির শতরান ২১। সমসাময়িকদের মধ্যে তাঁর ধারেকাছে কেউ নেই।
কলকাতা: ভারতীয় একদিনের দলের অধিনায়ক থেকে অপসারিত হয়েছেন বিরাট কোহলি (Virat Kohli) ৷ বিরাটকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত বোর্ডের ৷ বিসিসিআই সূত্রে খবর, অধিনায়কত্ব ছাড়ার জন্য বিরাটকে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল ৷ বিরাট দায়িত্ব না ছাড়ায় শেষপর্যন্ত সরানো হয় তাঁকে ৷ একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সফল বিরাট ৷ তবুও এই ভাবেই দায়িত্ব থেকে সরানো হল তাঁকে (Why Rohit replaced Kohli as India’s ODI Captain) ৷
এক দিনের ক্রিকেটে ৯৫টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়ে ৬৫টিতে জয়, ২৭টি হার। অধিনায়ক বিরাট কোহলির জয়ের শতকরা হার ৭০.৪৩।ভারত এখনও পর্যন্ত যে দু’জনের অধিনায়কত্বে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, সেই কপিল দেব এবং মহেন্দ্র সিং ধোনির থেকে জয়ের শতাংশের বিচারে অনেকটা এগিয়ে কোহলি। কিন্তু তা সত্ত্বেও কেন কোহলিকে সরে যেতে হল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই ৷ বিশেষজ্ঞরা অনেকেই মনে করছেন, হয়তো আইসিসি ট্রফি জয়ের ভাগ্য কোহলির যথেষ্ট খারাপ ৷ যার জন্যই টি২০ বিশ্বকাপের পর টি২০ এবং ওয়ান ডে সব ফর্ম্যাটের অধিনায়কের পদ থেকেই সরানো হল বিরাটকে ৷
advertisement
advertisement
The All-India Senior Selection Committee also decided to name Mr Rohit Sharma as the Captain of the ODI & T20I teams going forward.#TeamIndia | @ImRo45 pic.twitter.com/hcg92sPtCa
— BCCI (@BCCI) December 8, 2021
এক দিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির ব্যাটিং গড় ৭২.৬৫। দ্বিতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার এবি ডেভিলিয়ার্স— ৬৩.৯৪।
advertisement
অধিনায়ক হিসেবে এক দিনের ক্রিকেটে বিরাট কোহলির শতরান ২১। এমন রেকর্ড খুব কম ক্রিকেটারের রয়েছে ৷ তা সত্ত্বেও সময়টা এখন সত্যি খারাপই যাচ্ছে কোহলির ৷ টি টোয়েন্টির পাশাপাশি এখন ওয়ান ডে ক্রিকেটেও টিম ইন্ডিয়ার অধিনায়ক পদে রোহিত শর্মা ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 09, 2021 12:00 PM IST