নতুন সঙ্গীকে কোলে নিয়ে ছবি দিলেন বিরাট কোহলি, মুহূর্তে ঝড় তুলল নেট দুনিয়ায়
- Published by:Sudip Paul
Last Updated:
স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে মধ্যপ্রদেশে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। সেখানে গিয়ে মহাকালেশ্বরের মন্দিরে পুজো দিয়েছেন বিরাট কোহলি। এবার মধ্যপ্রদেশে বিরাট কোহলিকে দেখা গেল তাঁর নতুন সঙ্গীর সঙ্গে।
মধ্যপ্রদেশ: ভারত-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের মাঝেই পরিবারের সঙ্গে ছুটি কাটাতে গিয়েছেন বিরাট কোহলি। যেই ছবি আগেই সোশ্যাল মিডিয়ার সৌজন্যে সামনে এসেছে। তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর ছুটি নিয়েছেন বিরাট কোহলি। স্ত্রী অনুষ্কা শর্মা ও মেয়ে ভামিকাকে নিয়ে মধ্যপ্রদেশে গিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক। সেখানে গিয়ে মহাকালেশ্বরের মন্দিরে পুজো দিয়েছেন বিরাট কোহলি। এবার মধ্যপ্রদেশে বিরাট কোহলিকে দেখা গেল তাঁর নতুন সঙ্গীর সঙ্গে।
নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন বিরাট কোহলি। সেখানে দেখা গিয়েছে নতুন সঙ্গীকে কোলে নিয়ে বসে রয়েছেন তিনি। আর তাকে পেয়ে যে খুব খুশি কোহলি তা মুখের হাসিই বলে দিচ্ছিল। ছবিতে দেখা গিয়েছে একটি কুকুর ছানাকে নিয়ে বসে রয়েছেন। কোনও মন্দিরের সিঁড়িতে বসে রয়েছেন কোহলি। সঙ্গে অনুষ্কা বা ভামিকা কেউ নেই। সম্ভবত অনুষ্কাই সেই ছবি তুলে দিয়েছেন। বিরাটের ওই মিষ্টি ছবি নেট দুনিয়ায় ঝড় তুলেছে। এর আগেও একাধিকবার পোষ্যের সঙ্গে ছবি দিয়েছেন বিরাট। সারমেয় কোহলির খুবই প্রিয়।
advertisement
— Virat Kohli (@imVkohli) March 6, 2023
advertisement
প্রসঙ্গত, এর আগে সস্ত্রীক নৈনিতালে নিম করলি বাবার আশ্রমে গিয়েছিলে বিরাট কোহলি। তার আগে গিয়েছিলেন বৃন্দাবনে। দয়ানন্দ গিরির আশ্রমে হাজির হয়েছিলেন। এবার অনুষ্কার সঙ্গে বিরাট কোহলিকে দেখা গেল উজ্জয়ন মহাকালেশ্বর মন্দিরে। শিবের মাথায় জল এবং দুধ ঢাললেন, মেঝেতে বসেই ঈশ্বরকে ডাকলেন। কপালেতিলক, পরনে রুদ্রাক্ষের মালা ও ধুতি। সম্পূর্ণ ধার্মিক বেশে পাওয়া যায় কোহলিকে। অনুষ্কা শর্মাকেও দেখা যায সাদামাটা শাড়িতে। বিরাট জানিয়েছেন এই মন্দিরে আসার ইচ্ছে অনেক দিন ধরেই ছিল। অবশেষে আসতে পেরেছেন এবং এটা দারুণ অনুভূতি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 06, 2023 4:22 PM IST