রাঁচির পর রায়পুর, পর পর দুই ম্যাচে শতরান বিরাটের! কিং কোহলির সামনে অসহায় প্রোটিয়ারা

Last Updated:

বাইশ গজে তিনিই যে 'রাজা' ফের তার প্রমাণ পেল বিশ্ব ক্রিকেট। প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও জ্বলে উঠলেন তিনি। তাঁর সাবলীল ক্রিকেট শৈলীর সামনে উদ্বেলিত হল আসমুদ্রহিমাচল।

নিজের ৫৩তম শতরান করলেন কোহলিPicture Courtesy- AP
নিজের ৫৩তম শতরান করলেন কোহলিPicture Courtesy- AP
রায়পুর: বাইশ গজে তিনিই যে ‘রাজা’ ফের তার প্রমাণ পেল বিশ্ব ক্রিকেট। প্রতিপক্ষের বিরুদ্ধে আবারও জ্বলে উঠলেন তিনি। তাঁর সাবলীল ক্রিকেট শৈলীর সামনে উদ্বেলিত হল আসমুদ্রহিমাচল।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে আবারও দেখা মিলল ‘বিরাট’ দাপট। রাঁচির পর এবার ছত্তিসগড়ের রায়পুর। বিরাটের চওড়া ব্যাটে এল আরও একটা শতরান। একদিনের ক্রিকেটে ৫৩তম শতরান নিজের নামে করলেন তিনি। ৯০ বলে ১০০ রান করলেন তিনি।
একইসঙ্গে এই ম্যাচে নিজের জাত চেনালেন তিন নম্বরে নামা ঋতুরাজ গায়কোয়াড়। মাত্র ৭৭ বলে নিজের শতরান পূর্ণ করেন তিনি। সেঞ্চুরি থেকে কিছু দূরে দাঁড়িয়ে আছেন বিরাট কোহলি।
advertisement
advertisement
এই ম্যাচে রান পাননি হিটম্যান। বার্গারের বলে ডিককের হাতে ক্যাচ জমা দিয়ে সাজ ঘরে ফেরেন তিনি। আগের ম্যাচে ৫০ করলেও। এই ম্যাচে মাত্র ১৪ রান করেন তিনি।
অন্যদিকে, রান পাননি অপর এক ওপেনার যশস্বী জয়সওয়ালও। জানসেনের বলে মারতে গিয়ে ২২ রানে আউট হন এই তরুণ ব্যাটার।
এরপরেই ক্রিজে আসেন বিরাট এবং ঋতুরাজ। দুজনের সাবলীল ক্রিকেটে বড় রানের দিকে এগোতে থাকে ভারত।
advertisement
শেষ পাওয়া খবর অনুযায়ী ক্রিজে ৯৭ রানে খেলছেন বিরাট। অন্যদিকে, সেই জানসেনের বলেই আউট হয়েই ১০৫ রান করে ফেরেন ঋতুরাজ। মাকরমের বলে ১০২ রানে ফেরেন কিং কোহলিও।
শেষ পাওয়া খবর অনুযায়ী ৪ উইকেটে  ২৮৪ রান হয়েছে ভারতের। ক্রিজে রয়েছেন কে এল রাহুল এবং ওয়াশিংটন সুন্দর।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
রাঁচির পর রায়পুর, পর পর দুই ম্যাচে শতরান বিরাটের! কিং কোহলির সামনে অসহায় প্রোটিয়ারা
Next Article
advertisement
West Bengal Weather Update: ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে, কতটা নামবে পারদ? সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা
  • ধীরে ধীরে ঠান্ডা বাড়বে রাজ্যে

  • কতটা নামবে পারদ?

  • সপ্তাহান্তে আরও কমে যেতে পারে তাপমাত্রা

VIEW MORE
advertisement
advertisement