ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে শতরান বিরাট কোহলির
Last Updated:
#কলকাতা: ঐতিহাসিক পিঙ্ক বল টেস্টে প্রথম শতরান করলেন বিরাট কোহলি৷ টেস্টে ২৭তম শতরানের মালিক হলেন বিরাট৷ রোহিত শর্মা ও ময়াঙ্ক আগরওয়ালকে দ্রুত প্যাভিলয়নে ফিরিয়ে দিলেও ভারতকে বিশেষ বাগে আনতে পারল না বাংলাদেশ ৷এদিন বাংলাদেশের প্রথম ইনিংসে করা ১০৬ রানের পর ব্যাট করতে নেমে অর্ধশতরান করে নেন চেতেশ্বর পূজারা ও অধিনায়ক বিরাট কোহলি ৷ অধিনায়ক হিসেবে বিরাট কোহলি টেস্টে ৫০০০ রান পূরণ করে ফেলেলন ৷দিনের শেষে ৬৮ রানের লিড ভারতের ৷ ৫৯ রানে ব্যাট করছৈন কোহলি ও রাহানে করছেন ২৩ রানে ৷
পয়া ইডেন খালি হাতেই ফেরাল রোহিত শর্মাকে ৷ একটি ছয় ও দুটি চার মারলেও ৩৫ বলে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরেন হিটম্যান ৷ ইনদওরে দ্বিশতরানের মালিক ময়াঙ্ক ফেরেন ২১ বলে ১৪ রান করে ৷ এরপর অবশ্য ক্রিজে উইকেট ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন চেতেশ্বর পূজারা এবং অধিনায়ক বিরাট কোহলি ৷ ১০৫ বলে ৫৫ রান করে এবাদত হোসেনের শিকার পূজারা ৷ তাঁর ইনিংসে তাঁর রয়েছে ৮ টি চার ৷
advertisement
The #RunMachine at it again @imVkohli brings up his 27th Test #PinkBallTest #INDvBAN pic.twitter.com/rL4wDIdKsK
— BCCI (@BCCI) November 23, 2019
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2019 2:35 PM IST