Virat Kohli: বিশ্বকাপ ফাইনাল হারের পর কী করেছিলেন কোহলি, এতদিন পর ভাইরাল ভিডিও

Last Updated:

Virat Kohli: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রায় ২ মাস হয়ে গেল। বিশ্বকাপ ফাইনাল হারের এতদিন পর সামনে এসেছে বিরাট কোহলির একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে ফাইনাল হারের পর ঠিক কী করেছিলেন কোহলি।

বিরাট কোহলি
বিরাট কোহলি
কলকাতা: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই বিশ্বকাপ ফাইনাল হারের পর প্রায় ২ মাস হয়ে গেল। প্রতিযোগিতায় ১০টি ম্যাচ জেতার পর ফাইনালে হারের ক্ষত এখনও দগদগে সকলের মনে। বিশ্বকাপ ফাইনাল হারের এতদিন পর সামনে এসেছে বিরাট কোহলির একটি ভিডিও। যেখানে দেখা গিয়েছে ফাইনাল হারের পর ঠিক কী করেছিলেন কোহলি।
ভারতীয় ক্রিকেট সমর্থকদের কাছে হৃদয়বিদারক সেই ভিডিও ভাইরাল হতে বেশি সময় লাগেনি। যেখানে দেখা গিয়েছে উইনিং শটের উল্লাসে মেতেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। তখন বিধ্বস্ত বিরাট কোহলি উইকেটের দিকে হতাশার সঙ্গে এগিয়ে গিয়ে টুপি দিয়ে একে একে বেলগুলি ফেলে দিচ্ছেন। কোহলির আচরণে স্বপ্নভঙ্গের যন্ত্রণা স্পষ্ট বোঝা গিয়েছে।
বিরাট কোহলির এই ভিডিও নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে। নেটিজেনদের মন ছুয়ে যায় কোহলির দুঃখ। ভিডিও দেখে এক এক জন নানারকম মন্তব্যও করেন। এক জন লেখেন,’অত্যন্ত হৃদয়বিদারক ছবি।’ অপর এক নেটিজেন লেখেন,’আমি বিরাটের বেদনা অনুভব করতে পাচ্ছি।’
advertisement
advertisement
প্রসঙ্গত, বিশ্বকাপে সর্বোচ্চ স্কোরার হয়েছিলেন বিরাট কোহলি। ১১ ইনিংস খেলে ৭৬৫ রান করেছিলেন বিরাট কোহলি। গড় ছিল ৯৫.৬২। স্ট্রাইক রেট ৯০.৩১। কোহলির ঝুলিতে ছিল ৩টি শতরান ও ৬টি অর্ধশতরান। নিজের সেরাটা দেওয়ার পরও বিশ্বকাপ না জিততে পারার আক্ষেপ ধরা পড়েছে এই ভিডিওতে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Kohli: বিশ্বকাপ ফাইনাল হারের পর কী করেছিলেন কোহলি, এতদিন পর ভাইরাল ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement