Virat Kohli : গম্ভীর-কোহলির সম্পর্ক এখন কেমন? ভিডিও দিচ্ছে প্রমাণ, দেখলে বিশ্বাস হবে না! বিরাটকে চটালে কী হয়, দেখে নিন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Virat Kohli-Gautam Gambhir : কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে চলতি আলোচনা—এই সবের মাঝেই নতুন তথ্য। ভারতীয় ক্রিকেটভক্তদের চিন্তায় ফেলেছে সেটি।
রাঁচি : ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিং রুমের পরিবেশ এখন আর আগের মতো নেই। বলা যায়, পুরো পরিস্থিতিই একেবারে অন্যরকম হয়ে গেছে। মাঠে সব কিছু যতটা সহজ মনে হয়, আসল অবস্থা তার থেকে সম্পূর্ণ আলাদা। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে হেড কোচের টানাপোড়েনে বিসিসিআই-এর মাথাব্যথাও বেড়ে গেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, গম্ভীরের সঙ্গে কোহলি এবং রোহিতের সম্পর্ক মোটেও ভাল নেই।
কোহলি ও রোহিতের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং হেড কোচ গৌতম গম্ভীরের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে চলতি আলোচনা—এই সবের মাঝেই নতুন তথ্য। ভারতীয় ক্রিকেটভক্তদের চিন্তায় ফেলেছে সেটি। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, হেড কোচ গৌতম গম্ভীর এবং বিরাট কোহলির মধ্যে প্রায় কোনও কথাবার্তাই হয় না। খুব দরকার পড়লেই কেবল দু’জনের মধ্যে যোগাযোগ হয়।
advertisement
বিসিসিআই-এর এক সূত্রের উদ্ধৃতি দিয়ে এক রিপোর্টে জানানো হয়েছে, গৌতম গম্ভীর এবং সিনিয়র খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিত শর্মার মধ্যে সম্পর্ক যতটা ভাল হওয়া উচিত, ততটা নেই। দুই খেলোয়াড়ের ভবিষ্যৎ নিয়ে একটি মিটিং হতে পারে। ওই বৈঠক রায়পুর বা বিশাখাপত্তনমে হতে পারে, যেখানে দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা।
advertisement
advertisement
টেস্ট ফরম্যাট থেকে অবসর নেওয়ার পর বিরাট কোহলি প্রথমবার অস্ট্রেলিয়ায় যখন ওয়ানডে সিরিজ খেলতে নামেন, তখন প্রথম দুই ওয়ানডেতে তিনি শূন্য রানে আউট হয়েছিলেন। তবে তৃতীয় ম্যাচে তিনি দুর্দান্তভাবে ফিরে এসে অপরাজিত ৭৪ রান করেছিলেন। এটাই সেই ম্যাচ ছিল, যেখানে রোহিত শর্মার ব্যাট থেকে ১২১ রানের অপরাজিত ইনিংস এসেছিল।
রাঁচিতে ১৩৫ রানের ইনিংস খেলেন কোহলি। ম্যাচের সেরা হয়ে পুরস্কার নিয়ে সাজঘরে ফেরার সময় দরজার বাইরে দাঁড়িয়ে থাকা গম্ভীরের দিকে ফিরেও তাকাননি কোহলি। বিরাট মোবাইল স্ক্রিনে চোখ রেখে সাজঘরের ভিতরে ঢুকে যান। গম্ভীর অবশ্য কোহলির দিকে তাকিয়েছিলেন। কিন্তু কোচকে পাত্তাই দেননি কোহলি।
advertisement
Virat Kohli Brutally Ignored Gautam Gambhir after the Win.
imagine What kind of atmosphere has been created in the dressing room?
Gautam Gambhir, please leave my ICT ffs.pic.twitter.com/2WHbudacXz
— `S. (@ThodaSaSanskari) December 1, 2025
আরও পড়ুন- আবার বিরাট কোহলিকে ছুঁতে মাঠে ঢুকল বাঙালি ভক্ত, আরামবাগের ছেলেকে আটকে রেখেছে পুলিশ!
ম্যাচ জয়ের পর উৎসবের আয়োজন করা হয়েছিল। রাখা ছিল কেক। অধিনায়ক লোকেশ রাহুল সেই কেক কাটেন। কোহলি তখনও পাশ দিয়ে চলে যান। হোটেলের কর্মী থেকে শুরু করে সতীর্থেরা তাঁকে অনেক বার ডাকেন। কিন্তু কোহলি সেলিব্রেশন-এ যোগ দেননি। ঘটনাক্রমে সেখানেও দাঁড়িয়ে ছিলেন গম্ভীর।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 01, 2025 4:43 PM IST

