World Cup 2019: ২০১৭-র পর আর কোনওদিন ম্যাচে বল করেননি, কারণটা নিজেই জানালেন বিরাট
Last Updated:
#সাউদাম্পটন: দলের অধিনায়ক নিজে বল করতে চাইছেন ৷ কিন্তু করতে পারছেন না ৷ এমনটাও কি সম্ভব ? ভারতীয় দলের ক্ষেত্রে কিন্তু ঠিক এমনটাই ঘটেছে ৷ যেখানে অধিনায়ক বিরাট কোহলি নাকি নিজেই বেশ কয়েকবার ম্যাচে বল করতে চেয়েছেন ৷ কিন্তু সতীর্থদের ‘জ্বালা’য় আর সেটা করে ওঠা হয়নি ৷ সম্প্রতি সাউদাম্পটনে ভারতীয় দলের নেট প্র্যাকটিসে বল করতে দেখা গিয়েছিল বিরাটকে ৷ কিন্তু ওই পর্যন্তই ৷ অর্থাৎ বড় জোর নেটেই বল করার অনুমতি রয়েছে তাঁর ৷ ম্যাচে নয় !
A little warm-up before hitting the nets for #TeamIndia Skipper @imVkohli.#CWC19 pic.twitter.com/OlwbKq0czD
— BCCI (@BCCI) May 30, 2019
advertisement
বিষয়টা বেশ মজার হলেও বিরাট জানিয়েছেন, ২০১৭-র ডিসেম্বরে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি শেষবার বল করেছিলেন ৷ ওই ম্যাচ ভারতের জয় যখন প্রায় নিশ্চিত তখন ধোনিকে জানিয়ে এক ওভার বল করতে গিয়েছিলেন বিরাট ৷ কিন্তু যখনই বল করতে রান আপ নিচ্ছেন, ঠিক ওই সময় বাউন্ডারি লাইন থেকে জসপ্রীত বুমরাহ বলে ওঠেন, ‘‘সব কিছু নিয়ে মজা নয়। এটা আন্তর্জাতিক ম্যাচ...।’’ ব্যস ওখানেই শেষ ৷ তারপর থেকে আর কোনও ম্যাচে বল করতে দেখা যায়নি কোহলিকে ৷ হতাশ ভারত অধিনায়ক বলেন, ‘‘দলের কেউ আমার বোলিংয়ের উপরে আস্থা রাখতে পারে না। কিন্তু আমার যথেষ্ট আস্থা আছে নিজের বোলিংয়ের ওপর। এর পরে অবশ্য আমার পিঠেও সমস্যা দেখা দেয়। যার পরে আর ম্যাচে বল করা হয়নি।’’
advertisement
Top session pic.twitter.com/DutuQ52k0Y — Virat Kohli (@imVkohli) June 2, 2019
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2019 9:53 AM IST