ফিরে এসেছে পাওয়ার গেম! বিশ্বকাপে বিরাট বিস্ফোরণের অপেক্ষায় কিং কোহলি
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
Virat Kohli power game is back at the right time believes Sanjay Manjrekar. ফিরে এসেছে পাওয়ার গেম! বিশ্বকাপে বিরাট বিস্ফোরণের অপেক্ষায় কোহলি
#নয়াদিল্লি: এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিলেন বিরাট কোহলি। রবিবার উপ্পলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের নির্ণায়ক টি-২০ ম্যাচে চাপের মুখে ৪৮ বলে ৬৩ রানের অনবদ্য ইনিংসে আরও একবার অনুরাগীদের মুগ্ধ করলেন তিনি। দীর্ঘদিন পর বিরাটের চওড়া ব্যাট ফের ভরসা জোগাতে শুরু করছে টিম ইন্ডিয়াকে।
আরও পড়ুন - স্বপ্নভঙ্গ রোনাল্ডোর পর্তুগালের, স্পেনের কাছে শেষ মুহূর্তে হেরে বিদায় নেশনস লিগে
ক্রিকেট মহলেও চলছে তাঁর প্রশংসা। প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের কথায়, এশিয়া কাপ থেকেই আমরা পুরনো বিরাটকে দেখছি। ও এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। ভাল ডেলিভারিকেও অনায়াসে সীমানার বাইরে পাঠাচ্ছে। সঠিক সময়ে ওর পাওয়ার গেম ফিরে এসেছে।
advertisement
আসন্ন টি-২০ বিশ্বকাপে বিপক্ষ দলের ত্রাস হয়ে উঠবে ও। মঞ্জরেকরের পাশাপাশি অজয় জাদেজাও মুগ্ধ কোহলিতে। তিনি বলেছেন, বিরাট হল বিশ্বের এক নম্বর চেজমাস্টার। একটা সময় ছিল যখন বিরাট রানের বন্যা বইয়ে দিত। তবে ম্যাচ ফিনিশারের দায়িত্ব নিত মহেন্দ্র সিং ধোনি। এখন ভিকে অনেক পরিণত।
advertisement
ম্যাচের গতিপ্রকৃতি বুঝে দলকে শেষ পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে। সত্যি বলতে, ওকে দেখে আমি আপ্লুত। যদিও স্ট্রাইক রেটের নিরিখে হয়তো বিশ্বের একাধিক ব্যাটসম্যানের থেকে ও পিছিয়ে রয়েছে। তবে ধারাবাহিকতায় বিরাট চোখ বন্ধ করে সবাইকে টেক্কা দেবে।
advertisement
"I think the power game is back. Virat Kohli is trusting his power game.” — Sanjay Manjrekar.https://t.co/g3ck6TtYCb
— Firstpost Sports (@FirstpostSports) September 27, 2022
তাছাড়া বিশ্বকাপের আগে বিরাট ফর্মে ফেরায় ক্যাপ্টেন রোহিত শর্মা ও কোচ রাহুল দ্রাবিড়ও অনেকটা চাপমুক্ত হল। ভারতীয় ব্যাটিংয়ের অন্যতম ভরসা ও। তিন নম্বরে ব্যাটিংয়ের পাশাপাশি প্রয়োজনে ওপেনিংয়েও খেলে দেবে বিরাট। তবে বিরাট নিজে এসব প্রশংসায় কান দিতে নারাজ।
advertisement
কারণ বাস্তবটা তিনি বুঝে গিয়েছেন। চারদিন আগেও যারা সমালোচনা করছিল তাকে, আজ তারাই উল্টো সুর ধরেছে। তাই নিজের খেলার ওপর ফোকাস করা ছাড়া অন্যদিকে মন নেই কিং কোহলির।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 28, 2022 11:39 AM IST