এই শিশুরা কারা ? যাদের সঙ্গে বিরাট-ধোনিদের ছবি নিয়ে চর্চা সোশ্যাল মিডিয়ায়

Photo: Twitter

Photo: Twitter

ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হেরে যাওয়ার পর পাক ক্রিকেটারদের মন জয় করে নিতে সফল ভারতীয় দলের ক্রিকেটাররা ৷

  • Share this:

    #লন্ডন: ওভালে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনাল হেরে যাওয়ার পর পাক ক্রিকেটারদের মন জয় করে নিতে সফল ভারতীয় দলের ক্রিকেটাররা ৷ পাক ওপেনার আজহার আলির দুই ছেলের সঙ্গে ধোনি-যুবরাজ-বিরাটদের হাসিমুখে ছবি এখন ভাইরাল সোশ্যাল মিডিয়ায় ৷

    তাঁর দুই ছেলের সঙ্গে ধোনিরা ছবি তোলায় স্বভাবতই আপ্লুত আজহার আলি ৷ ট্যুইটারে ছবিগুলি পোস্ট করে তিনি বলেন, ‘‘ সময় বের করে আমার ছেলেদের সঙ্গে সময় কাটানোর জন্য ভারতের এই কিংবদন্তীদের ধন্যবাদ। আমার ছেলেরা দারুণ খুশি।’’

    আজহার আলির এই ট্যুইট হু হু করে ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় ৷ ছবির তলায় কমেন্ট ইতিমধ্যেই ২৩ হাজার ছাড়িয়ে গিয়েছে ৷ লাইকের সংখ্যা আরও অনেক বেশি ৷ আজহার আলির এই পোস্ট দেখে ট্যুইট করেছেন বিখ্যাত বলিউড পরিচালক মহেশ ভাটও ৷ তিনি লেখেন, ‘‘মনুষ্যত্ব প্রতিষ্ঠিত হল। পৃথিবীটা বদলাতে পারে তোমার ধারণায় নয়, তোমার কাজের মাধ্যমেই।’’

    First published:

    Tags: Azhar Ali, ICC Champions Trophy 2017, Mahendra Singh Dhoni, Virat Kohli