• Home
 • »
 • News
 • »
 • sports
 • »
 • শামির শাসনের পর জামাইকায় বিরাট রাজ, ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ ভারতের

শামির শাসনের পর জামাইকায় বিরাট রাজ, ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ ভারতের

Photo: AFP

Photo: AFP

ওয়েস্ট ইন্ডিজ: ২০৫/৯ ( ৫০ ওভার), ভারত: ২০৬/২ ( ৩৬.৫ ওভার)

 • Share this:
  ওয়েস্ট ইন্ডিজ: ২০৫/৯ ( ৫০ ওভার)
  ভারত: ২০৬/২ ( ৩৬.৫ ওভার)
  ৭৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী ভারত 

  #জামাইকা: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারার পর কোনও বিশ্রাম ছাড়াই অল্প কয়েকদিনের মধ্যে খেলতে নেমেছিল ভারত ৷ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে প্রায় সবার শেষে থাকা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আগাগোড়াই সিরিজে ফেভারিট ছিলেন কোহলিরা ৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ সহজেই জিতেছিল টিম ইন্ডিয়া ৷ ধরেই নেওয়া হয়েছিল সিরিজের বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষারই হতে চলেছে ৷ কিন্তু অ্যান্টিগায় চতুর্থ ওয়ান ডে-তে হোল্ডাররা ম্যাচ জিতে চমকে দিয়েছিলেন ৷ হারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদেরই ৷বৃহস্পতিবার অবশ্য সমালোচকদের মুখ বন্ধ করতে সফল কোহলি ব্রিগেড ৷ অধিনায়কের সেঞ্চুরির দৌলতেই হাসতে হাসতে এদিন ম্যাচ এবং সিরিজ জিতে নিল মেন ইন ব্লু’রা ৷

  সিরিজের গত কয়েকটি ম্যাচের মতো এদিনও ওয়েস্ট ইন্ডিজকে কম রানের মধ্যে বেঁধে রাখতে সফল ভারতীয় ব্যাটসম্যানরা ৷ বাংলার পেসার মহম্মদ শামির কথা অবশ্যই আলাদা করে বলতে হয় ৷১০ ওভারে ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বিপক্ষকে একাই দুমড়ে দেন তিনি ৷ ৩ উইকেট পেয়েছেন আরেক পেসার উমেশ যাদবও ৷ হোপ ভাইরা (কাইল হোপ ও শাই  হোপ) তৃতীয় উইকেটে বড় রানের পার্টনারশিপ করলেও বিশেষ লাভ হয়নি ৷নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ৷ ২০৬ রানের টার্গেট একেবারেই আহামারি কিছু ছিল না ৷ কিন্তু আগের ম্যাচে হারের থেকে শিক্ষা নিয়ে এদিন ম্যাচের শুরুর থেকেই সতর্ক ছিল ভারতীয় দল ৷ওপেনার শিখর ধাওয়ান (৪)-এর উইকেট শুরুতে হারালেও দলকে জেতানোর কাজটা করে দেন অধিনায়ক কোহলি (১১১) এবং দীনেশ কার্তিক (৫০) ৷ দু’জনেই শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৷পাঁচ ম্যাচের সিরিজ ১-৩ ব্যবধানে জিতে নিল ভারত ৷ সফরের একমাত্র টি২০ ম্যাচ আগামী ৯ তারিখ এই জামাইকাতেই খেলা হবে ৷

  First published: