শামির শাসনের পর জামাইকায় বিরাট রাজ, ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ ভারতের

Last Updated:

ওয়েস্ট ইন্ডিজ: ২০৫/৯ ( ৫০ ওভার), ভারত: ২০৬/২ ( ৩৬.৫ ওভার)

ওয়েস্ট ইন্ডিজ: ২০৫/৯ ( ৫০ ওভার)
ভারত: ২০৬/২ ( ৩৬.৫ ওভার)
৭৯ বল বাকি থাকতেই ৮ উইকেটে জয়ী ভারত 
advertisement
#জামাইকা: চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে হারার পর কোনও বিশ্রাম ছাড়াই অল্প কয়েকদিনের মধ্যে খেলতে নেমেছিল ভারত ৷ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে প্রায় সবার শেষে থাকা ক্যারিবিয়ানদের বিরুদ্ধে আগাগোড়াই সিরিজে ফেভারিট ছিলেন কোহলিরা ৷ প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ সহজেই জিতেছিল টিম ইন্ডিয়া ৷ ধরেই নেওয়া হয়েছিল সিরিজের বাকি দুটি ম্যাচ নিয়মরক্ষারই হতে চলেছে ৷ কিন্তু অ্যান্টিগায় চতুর্থ ওয়ান ডে-তে হোল্ডাররা ম্যাচ জিতে চমকে দিয়েছিলেন ৷ হারের জন্য কাঠগড়ায় দাঁড় করানো হয়েছিল ভারতীয় ব্যাটসম্যানদেরই ৷বৃহস্পতিবার অবশ্য সমালোচকদের মুখ বন্ধ করতে সফল কোহলি ব্রিগেড ৷ অধিনায়কের সেঞ্চুরির দৌলতেই হাসতে হাসতে এদিন ম্যাচ এবং সিরিজ জিতে নিল মেন ইন ব্লু’রা ৷
advertisement
সিরিজের গত কয়েকটি ম্যাচের মতো এদিনও ওয়েস্ট ইন্ডিজকে কম রানের মধ্যে বেঁধে রাখতে সফল ভারতীয় ব্যাটসম্যানরা ৷ বাংলার পেসার মহম্মদ শামির কথা অবশ্যই আলাদা করে বলতে হয় ৷১০ ওভারে ৪৮ রান দিয়ে ৪ উইকেট নিয়ে বিপক্ষকে একাই দুমড়ে দেন তিনি ৷ ৩ উইকেট পেয়েছেন আরেক পেসার উমেশ যাদবও ৷ হোপ ভাইরা (কাইল হোপ ও শাই  হোপ) তৃতীয় উইকেটে বড় রানের পার্টনারশিপ করলেও বিশেষ লাভ হয়নি ৷নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ ৷ ২০৬ রানের টার্গেট একেবারেই আহামারি কিছু ছিল না ৷ কিন্তু আগের ম্যাচে হারের থেকে শিক্ষা নিয়ে এদিন ম্যাচের শুরুর থেকেই সতর্ক ছিল ভারতীয় দল ৷ওপেনার শিখর ধাওয়ান (৪)-এর উইকেট শুরুতে হারালেও দলকে জেতানোর কাজটা করে দেন অধিনায়ক কোহলি (১১১) এবং দীনেশ কার্তিক (৫০) ৷ দু’জনেই শেষপর্যন্ত অপরাজিত থাকেন ৷পাঁচ ম্যাচের সিরিজ ১-৩ ব্যবধানে জিতে নিল ভারত ৷ সফরের একমাত্র টি২০ ম্যাচ আগামী ৯ তারিখ এই জামাইকাতেই খেলা হবে ৷
advertisement
বাংলা খবর/ খবর/খেলা/
শামির শাসনের পর জামাইকায় বিরাট রাজ, ক্যারিবিয়ানদের হারিয়ে সিরিজ ভারতের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement