Home /News /sports /

অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘ফ্যানবয়’ মূুহূর্ত কাটালেন বিরাট

অরিজিৎ সিংয়ের সঙ্গে ‘ফ্যানবয়’ মূুহূর্ত কাটালেন বিরাট

Photo: Twitter

Photo: Twitter

 • Share this:

  #মুম্বই: একজন নিজের গানের গলায় বলিউড কাঁপাচ্ছেন ৷ তো অন্যজন নিজের ব্যাটিংয়ে ৷ দু’জনেই নিজের নিজের পেশায় সকলের হার্টথ্রব ৷ কিন্তু যখন দু’জনের দেখা একসঙ্গে , তখন একটা ছবি তো ‘বনতা হ্যায় বস’! গায়ক অরিজিৎ সিংয়ের সঙ্গে নিজের একটা ছবি পোস্ট করতে ভোলেননি ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ ভারত অধিনায়ক যে অরিজিৎ সিংয়ের কত বড় ফ্যান, সেটা জানাতেও ভোলেননি  ৷

  ‘ফ্যান বয় মোমেন্ট’ ক্যাপশন দিয়ে বিরাট ছবির তোলায় লিখেছেন ,  “আমি অরিজিৎ সিংয়ের অন্ধ ভক্ত। ও খুব ভাল মনের একজন মানুষ। ওর গলার মতো আর কেউ আমাকে আকর্ষণ করতে পারেনি। ঈশ্বর তোমার মঙ্গল করুন অরিজিৎ।”

  First published:

  Tags: Arijit Singh, Cricket, Fan Boy Moment, India Captain, Virat Kohli

  পরবর্তী খবর