Virat Lords : এই জয় ভারতবাসীকে স্বাধীনতা দিবসের উপহার বললেন বিরাট

Last Updated:

ইংল্যান্ডের ভারতীয় সর্মথকরা প্রতিমুহূর্তে যেভাবে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে'ন, এই জয় স্বাধীনতা দিবসে সকল ভারতবাসীর উপহার জানিয়ে দিলেন বিরাট।

দুরন্ত জয়ের পর টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস
দুরন্ত জয়ের পর টিম ইন্ডিয়ার উচ্ছ্বাস
#লন্ডন: একদিন আগেই গিয়েছে দেশের স্বাধীনতা দিবস। ৭৫ বছরে পা দিয়েছে স্বাধীন ভারত। আর ঠিক তার পরের দিন লন্ডনের মাটিতে দাঁড়িয়ে ব্রিটিশদের হারিয়ে দেশবাসীকে সেলিব্রেট করার সুযোগ করে দিল ভারতীয় ক্রিকেট দল। অসাধারণ পারফরম্যান্স। পন্থ ফিরে যাওয়ার পর যখন মনে হয়েছিল, বেশি রান উঠবে না, হেরে যেতে পারে দল, কিন্তু অবাক করে দিয়ে দুই ফাস্ট বোলার শামি এবং বুমরা ব্যাট হাতে জ্বলে উঠলেন।
এই ভারত যে সহজে লড়াই হারে না, তা প্রমাণ হল। সাংবাদিক সম্মেলনে যাওয়ার আগে অধিনায়ক বিরাট কোহলি জানিয়ে দিলেন তিনি গর্বিত এমন একটা দলের নেতা হতে পেরে। প্রথম দিন সবচেয়ে বেশি কঠিন ছিল। কিন্তু ম্যাচের পরিস্থিতি যাই হোক, আশা ছাড়েননি কেউ। পিচ সব সময় বোলারদের সাহায্য করেনি। মাঠে বিপক্ষ দলের সঙ্গে কিছুটা মৌখিক কথা কাটাকাটি হয়েছে মেনে নিলেন তিনি।
advertisement
advertisement
তবে এই ব্যাপারটা ভারতকে মোটিভেশন দিয়েছে সাফ জানালেন বিরাট। দরকারের সময় ছেলেরা যে লড়াকু মানসিকতা দেখিয়েছে তা এই দলের চরিত্র বর্ণনা করে। লর্ডসে সিরাজ জীবনের প্রথম টেস্ট খেলে যেভাবে চার উইকেট নিল, মুগ্ধ বিরাট। ব্যাট করে উঠে বল হাতেও বু ম রা যেভাবে নিজের সবকিছু উজাড় করে দিলেন তার জন্য ভাষা খুঁজে পাচ্ছেন না ভারত অধিনায়ক।
advertisement
অভিজ্ঞ ইশান্ত নিজের জাত চিনিয়েছেন আবার। রোহিত এবং রাহুল দুরন্ত ব্যাট করেছেন। তবে ভারতের টার্গেট ছিল ৬০ ওভারের মধ্যে ইংল্যান্ডকে অলআউট করা। সেই লক্ষ্যে ভারত সফল। পাশাপাশি জানিয়ে দিলেন একটা টেস্ট ম্যাচ জিতে সন্তুষ্ট থাকতে রাজি নয় এই দল। সিরিজ বড় ব্যবধানের জয়ের চেষ্টা করবে দল। ইংল্যান্ডের ভারতীয় সর্মথকরা প্রতিমুহূর্তে যেভাবে দলের আত্মবিশ্বাস বাড়িয়েছে'ন, এই জয় স্বাধীনতা দিবসে সকল ভারতবাসীর উপহার জানিয়ে দিলেন বিরাট।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Virat Lords : এই জয় ভারতবাসীকে স্বাধীনতা দিবসের উপহার বললেন বিরাট
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement