Virat Kohli: হঠাৎ উধাও হয়েছিল, ফিরেও এল আবার ! বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ফের ‘অ্যাক্টিভ’
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Virat Kohli's Instagram account active again: বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৭ কোটি ৪০ লক্ষ ফলোয়ার্স রয়েছে। এই ভেরিফায়েড অ্যাকাউন্টটি শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছিল না। তারপর থেকেই কোহলিভক্তদের মনে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি সোশ্যাল মিডিয়া থেকেও এবার অবসর নিলেন বিরাট?
মুম্বই: সকাল থেকেই বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট নিয়ে কী যে ঘটছে, তা বোঝার উপায় নেই ৷ হঠাৎই উধাও হয়েছিল বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ! সকাল থেকেই শোরগোল পড়ে যায় সোশ্যাল মিডিয়ায় খুঁজে পাওয়া যাচ্ছে না বিরাটের ইনস্টা অ্যাকাউন্ট ৷ আজ, শুক্রবার ভোর থেকেই দেখা যাচ্ছিল না বিরাটের ইনস্টা প্রোফাইল। যা নিয়ে তৈরি হয়েছিল চরম ধোঁয়াশা। কিন্তু কিছু সময় যেতে না যেতেই ফের ‘অ্যাক্টিভ’ বিরাটের প্রোফাইল ৷ সোশ্যাল মিডিয়ায় আবার ফিরে এলেন কিং কোহলি ৷
বিরাটের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ২৭ কোটি ৪০ লক্ষ ফলোয়ার্স রয়েছে। ইনস্টাগ্রামে বিরাটের ভেরিফায়েড অ্যাকাউন্টটি শুক্রবার সকাল থেকে দেখা যাচ্ছিল না। তারপর থেকেই কোহলিভক্তদের মনে প্রশ্ন উঠতে থাকে, তাহলে কি সোশ্যাল মিডিয়া থেকেও এবার অবসর নিলেন বিরাট?
advertisement
advertisement
সবার মনেই প্রশ্ন ছিল, কেন হঠাৎ এভাবে ইনস্টাগ্রামকে বিদায় জানালেন কোহলি? কোটি কোটি ফলোয়ার থাকা সেই প্রোফাইল দেখতে না পাওয়াটা সত্যিই অবাক হওয়ার মতোই ঘটনা। বিরাটের ইনস্টা প্রোফাইল সার্চ করলে ইনস্টাগ্রাম মেসেজ দিচ্ছিল যে, ‘This Page is not available ৷’ তবে তার অল্প কিছুক্ষণেই সব সমস্যার সমাধান ৷ ইনস্টাগ্রামে কোহলির প্রোফাইল ফের এখন দেখা যাচ্ছে ৷ প্রোফাইলটি রিঅ্যাক্টিভেট করে নিয়েছেন বিরাট ৷
advertisement

আর শুধু বিরাট নন, তাঁর ভাই বিকাশ কোহলির ইনস্টা অ্যাকাউন্টও ডিঅ্যাক্টিভেট হয়ে গিয়েছে বলে সোশ্যাল মিডিয়ায় এদিন গুঞ্জন ওঠে। গোটা বিষয়টি নিয়ে অবশ্য মুখ খোলেননি বিরাট।
advertisement

এদিকে আগামিকাল, শনিবার ভারত বনাম নিউজিল্যান্ড পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচ। প্রথম তিনটি ম্যাচ জিতে সিরিজ জিতে নেওয়ার পর বুধবার চতুর্থ ম্যাচে হেরেছে ভারত। ৫০ রানে হারতে হয়েছে সূর্যকুমার যাদবের দলকে। শিবম দুবে ১৫ বলে অর্ধশতরান করার পরেও ভারত জিততে পারেনি। তবে চিন্তিত নন সূর্যকুমার। বলেছেন, বিশ্বকাপের আগে তাঁরা নিজেরাই নিজেদের চ্যালেঞ্জের সামনে ফেলতে চেয়েছিলেন। শনিবারও নানা পরীক্ষা-নিরীক্ষা চলবে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 30, 2026 8:54 AM IST










