আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় ফের শীর্ষে বিরাট
Last Updated:
#লন্ডন: ট্রেন্টব্রিজে দুই ইনিংসে তাঁর রান ৯৭ এবং ১০৩ ৷ প্রথম ইনিংসে অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া হলেও দ্বিতীয় ইনিংসে সেঞ্চুরি করে দলকে জেতাতে বড় ভূমিকা নেন ভারত অধিনায়ক বিরাট কোহলি ৷ দুই ইনিংস মিলিয়ে ২০০ রান ৷ এর পুরস্কার তো পাওয়ার ছিলই ৷ আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায় ফের এক নম্বর স্থান ফিরে পেলেন কিং কোহলি ৷
লর্ডসে গত টেস্ট হারার পরেই ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ স্থান হারান কোহলি ৷ নটিংহ্যাম টেস্টে রান পাওয়ার পরেই অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে ফের র্যাঙ্কিংয়ে এক নম্বরে বিরাট ৷ ভারত অধিনায়কের সংগ্রহে এখন ৯৩৭ পয়েন্ট ৷ যা তাঁর কেরিয়ারেই এখনও পর্যন্ত সর্বোচ্চ ৷
আইসিসি-র রেটিং পয়েন্টের সর্বকালের সেরাদের তালিকায় বিরাটের আগে রয়েছেন ডন ব্র্যাডম্যান (৯৬১ পয়েন্ট), স্টিভ স্মিথ (৯৪৭), লেন হাটন (৯৪৫), জ্যাক হবস এবং রিকি পন্টিং (৯৪২), পিটার মে (৯৪১), গ্যারি সোবার্স, ক্লাইড ওয়ালকট, ভিভ রিচার্ডস এবং কুমার সঙ্গাকারা (প্রত্যেকেরই সংগ্রহে ৯৩৮ পয়েন্ট) ৷
advertisement
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 23, 2018 4:53 PM IST