RCB vs DC: কোহলি ও ক্রুণালের ম্যাচ উইনিং ইনিংস! দিল্লিকে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে আরসিবি
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IPL 2025 RCB vs DC: বেঙ্গালুরুতে কেএল রাহুলের সেলিব্রেশনের জবাব দিল্লিতে নিজের ঘরের মাঠে ব্যাটেই দিলেন বিরাট কোহলি। কঠিন পরিস্থিতিতে কোহলি ও ক্রুণাল পান্ডিয়ার ম্যাচ উইনিং ইনিংসে দুরন্ত জয় পেল আরসিবি।
দিল্লি: বেঙ্গালুরুতে কেএল রাহুলের সেলিব্রেশনের জবাব দিল্লিতে নিজের ঘরের মাঠে ব্যাটেই দিলেন বিরাট কোহলি। কঠিন পরিস্থিতিতে কোহলি ও ক্রুণাল পান্ডিয়ার ম্যাচ উইনিং ইনিংসে দুরন্ত জয় পেল আরসিবি। একটা সময় দিল্লির ১৬৩ রানের টার্গেট তাড়া করতে ৩ উইকেট দ্রুত পড়ে যায়। এরপর অনবদ্য ইনিংস খেলেন কোহলি ও ক্রুণাল। শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতেই জয়ের লক্ষ্যে পৌছে যায় আরসিবি। ক্রুণাল পান্ডিয়া ৭৩ রান করে অপরাজিত থাকেন। কোহলি করেন ৫১ রান। এই জয়ের ফলে লিগ টেবিলের শীর্ষে উঠে এল আরসিবি।
টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। শুরুটা ভাল করলেও বড় স্কোর করতে পারেনি দিল্লির দুই ওপেনার ফাফ ডুপ্লেসি ও অভিষেক পোড়েল। পোড়েল ২৮ ও ডুপ্লেসি ২২ রান করে আউট হন। রান পাননি করুন নায়ারওয ঘরের মাঠে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে দিল্লি ক্যাপিটালস। সেভাবে কোনও বড় পার্টনারশিপ গড়ে ওঠেনি। কিছুটা দলকে কার্যত একার হাতে টানেন কেএল রাহুল।
advertisement
কেএল রাহুল ও অক্ষর প্যাটেল কিছুটা টানার চেষ্টা করে দিল্লিকে। কিন্তু দিল্লি অধিনায়কও ১৫ রান করে আউট হন। কেএল রাহুল ঠান্ডা মাথায় ইনিংস চালিয়ে যান। তবে রানের গতিবেগ বাড়াতে গিয়ে ৪১ রানে সাজঘরে ফেরেন রাহুল। একটা সময় যখন মনে হচ্ছিল দিল্লির স্কোর ১৫০ পেরোবে না, তখন স্লগ ওভারে মারকাটারি ইনিংস খেলেন ট্রিস্টান স্টাবস। ১৮ বলে ৩৪ রান করেন তিনি। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬২ রান করে দিল্লি ক্যাপিটালস।
advertisement
advertisement
রান তাড়া করতে নেমে আরসিবির ইনিংসের শুরুটা একেবারে ভাল হয়নি। ২৬ রানের মধ্যে দলের টপ অর্ডারের ৩টি ব্যাটার সাজঘরে ফেরত চলে যায় বেঙ্গালুরুর। জেকব বেথেল ১২, দেবদূত পাড়িক্কল ০ ও রজত পাতিদার ৬ রান করে আউট হন। এদের মধ্যে আরসিবি অধিনায়ক দুর্ভাগ্যবশত রান আউট হন। ৩ উইকেট হারানোর পর আরসিবির ইনিংসের রাশ ধরেন বিরাট কোহলি ও ক্রুণাল পান্ডিয়া।
advertisement
আরও পড়ুনঃ IPL 2025: কোন দল জিতবে এবারের আইপিএল? বুকে পাথর চাপা দিয়ে বড় ভবিষ্যদ্বাণী যুবরাজ সিংয়ের!
প্রথমে ঠান্ডা মাথায় দলের স্কোর বোর্ড এগিয়ে নিয়ে যান কোহবি ও ক্রুণাল। তারপর সেট হতেই রানের গতিবেগ বাড়ান দুজনেই। বেশ কিছু চোখ ধাঁধানো শট খেলেন দুই তারকা। শতরানের পার্টনারশিপ করার পাশাপাশি দুজনেই ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূরণ করেন। শেষের দিকে মারকাটারি ব্যাটিং করেন ক্রুণাল। ৫১ রানের ইনিংস খেলে আউট হন কোহলি। শেষের দিকে টিম ডেভিড বিধ্বংসী ব্যাটিং করে ১৮.৩ ওভারেই দলকে জয় এনে দেন।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 27, 2025 11:21 PM IST