ক্যাচ মিস মানে ম্যাচও মিস, চিন্নাস্বামীতে বিরাটদের বার্তা কুম্বলের

Last Updated:

আর ক্যাচ ফেলা চলবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে জানিয়ে দিলেন ভারতের কোচ অনিল কুম্বলে।

#বেঙ্গালুরু: আর ক্যাচ ফেলা চলবে না। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে জানিয়ে দিলেন ভারতের কোচ অনিল কুম্বলে। বুধবার থেকেই শুরু হল ঘুরে দাঁড়ানোর ম্যাচের অনুশীলন।
স্বপ্নের দৌড় শেষ। মাথার উপর ৩৩৩ রানে হারের লজ্জা। সেইসঙ্গে পুণেতে দ্বিতীয় ইনিংসে একের পর এক ক্যাচ ফেলার খেসারত। এই সবকিছু ভুলে বেঙ্গালুরুতে শুরু ভারতের ঘুরে দাঁড়ানোর ম্যাচের প্রস্তুতি। আর প্রথম দিনেই জোর আলাদা করে ক্যাচিং অনুশীলনে। বিশেষ করে স্লিপ কর্ডনে দলের ফিল্ডিং মজবুত করতে এদিন জোর দেওয়া হয় ক্যাচিং অনুশীলনের উপরেই।
advertisement
চিন্নাস্বামীতে দ্বিতীয় টেস্ট শুরুর আগে কুম্বলের বার্তা, কোনওভাবেই আর ক্যাচ ফেলা চলবে না। ক্যাচ ফেলার কথা স্বীকার করেছেন ভারতীয় ওপেনার মুরলি বিজয়। তিনি জানিয়েছেন, দ্বিতীয় টেস্টে ভারত ঘুরে দাঁড়াবেই। তিনি মনে করেন, সিরিজে এগিয়ে থেকেও এই ম্যাচে চাপে থাকবে অস্ট্রেলিয়া। পুণের পিচ জঘন্য। মঙ্গলবার ম্যাচ রেফারি ক্রিস ব্রডের রিপোর্টে অস্বস্তিতে পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অস্বস্তি মানতে নারাজ বিজয়। তাঁর দাবি, পুণের পিচ খারাপ ছিল না। ভারত খেলতে পারেনি।
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
ক্যাচ মিস মানে ম্যাচও মিস, চিন্নাস্বামীতে বিরাটদের বার্তা কুম্বলের
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement