টেস্টে ব্যাটসম্যানদের তালিকায় দু’নম্বরে উঠে এলেন বিরাট !
Last Updated:
টেস্ট সিরিজে তাঁর যা পারফরম্যান্স তাতে র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়াটাই স্বাভাবিক ছিল ৷
#নয়াদিল্লি: এখন তিনি ব্যাট করতে নামলেই রেকর্ড হওয়াটা যেন ‘অটোমেটিক’ ৷ শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন ওয়ান ডে এবং টি২০ সিরিজে ছুটি পেয়েছেন ৷ কিন্তু টেস্ট সিরিজে তাঁর যা পারফরম্যান্স তাতে র্যাঙ্কিংয়ে উন্নতি হওয়াটাই স্বাভাবিক ছিল ৷ সেটাই শেষপর্যন্ত হয়েছে ৷ আইসিসি-র টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় তিন ধাপ উপরে উঠে এখন দু’নম্বরে বিরাট ৷
শ্রীলঙ্কা সিরিজে ৬১০ রান করেছেন বিরাট ৷ গড় ১৫২.৫০ ৷ তৃতীয় টেস্টে নিজের সেরা স্কোরটিও করেছেন তিনি। প্রথম ইনিংসে ২৪৩-র পর দ্বিতীয় ইনিংসে ৫০ রান এসেছিল তাঁর ব্যাট থেকে। বিরাট যখন এই সিরিজ শুরু করেছিলেন তখন তিনি ছিলেন ছ’নম্বরে। কিন্তু সিরিজ শেষে ডেভিড ওয়ার্নার, চেতেশ্বর পূজারা, কেন উইলিয়ামসন আর জো রুটকে ছাপিয়ে পৌঁছে গেলেন দ্বিতীয় স্থানে। বিরাটের থেকে এখন পিছনে রয়েছেন জো রুট (৩) এবং চেতেশ্বর পূজারা (৪) ৷ শীর্ষে থাকা স্টিভ স্মিথের থেকে ৪৫ পয়েন্ট পিছিয়ে রয়েছেন কোহলি।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2017 5:14 PM IST