Viral Video: সে কী বাপরে বাপ, অর্জুন তেন্ডুলকরকে কামড়ে দিল কুকুর, এলসিজি-র শেয়ার করা ভিডিও ভাইরাল
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
অর্জুন তেন্ডুলকারকে কুকুরের কামড়ের খবর ছড়িয়ে পড়ার পরে ভাইরাল হয়েছে ভিডিও...
লখনউ: আইপিএল ২০২৩-র আজ লড়াই মুম্বই ইন্ডিয়ান্স বনাম লখনউ সুপার জায়ন্টস৷ মঙ্গলবা সন্ধ্যায় লখনউয়ের অটল বিহারী বাজপেয়ি স্টেডিয়ামে এই ম্যাচ খেলা হবে। এই ম্যাচে জয়ের জন্য দুই দলই ঘাম ঝরছে। এদিকে এই ম্যাচের আগেই মেগা আপডেট দিয়েছে লখনউ সুপার জায়ান্টস৷ মুম্বই ইন্ডিয়ান্সের অর্জুনকে নিয়ে এই ভিডিও নিজেদের ট্যুইটার হ্যান্ডেলে পোস্ট করেছে৷ সচিন তেন্ডুলকরের ছেলে অর্জুন তেন্ডুলকর লখনউ সুপার জায়ন্টসের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে কথা বলছিলেন৷
সচিন তেন্ডুলকরের ছেলেকে এই আইপিএল চলাকালীন হাতে কুকুর কামড়ে দিয়েছে৷
আরও দেখুন
advertisement
এই ভিডিওতে, অর্জুন তেন্ডুলকরকে আলিঙ্গন করার সময় এলএসজি-র ক্রিকেটার জিজ্ঞাসা করেন অর্জুনের আঙুলে কী হয়েছে। তখনই অর্জুন তেন্ডুলকার বলেন, কুকুর কামড়ে দিয়েছে। এরপরেই সেই ক্রিকেটার জানতে চাইলেন কবে, তখন তিনি জানিয়ে দেন তাঁকে একদিন আগেই কামড়ে দিয়েছে৷ ভিডিওতে তাঁর ব্যথার অনুভব স্পষ্ট দেখা যাচ্ছে।
advertisement
রইল ভাইরাল ভিডিও
Mumbai se aaya humara dost. 🤝💙 pic.twitter.com/6DlwSRKsNt
— Lucknow Super Giants (@LucknowIPL) May 15, 2023
তার সঙ্গে উপস্থিত অন্য খেলোয়াড়রাও কুকুরের কামড়ের কথা শুনে বেশ চমকে যান। শুধু তাই নয়, ট্যুইটার হ্যান্ডেলে এই ভিডিও আপলোড হওয়ার পর অর্জুন তেন্ডুলকারের ভক্তদের উদ্বেগ বেড়েছে।
advertisement
যদিও ভিডিও থেকে এটা পরিষ্কার যে অর্জুন তেন্ডুলকারকে লখনউতে একটি কুকুর কামড় দিয়েছে, তবে কুকুরটি তাকে একানা স্টেডিয়ামে নাকি অন্য কোথাও কামড় দিয়েছে তা অবশ্য স্পষ্ট নয়। এই ভিডিও অনুসারে, অর্জুন তেন্ডুলকারকে তাঁর বাঁ হাতে একটি কুকুর কামড় দিয়েছে।
খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে আবারও প্রশ্ন উঠেছে
লখনউতে লখনউ সুপার জায়ান্টস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর ম্যাচ চলাকালীন, এক যুবক বিরাট কোহলির কাছে পৌঁছে গিয়েছিলেন৷ যার পরেও খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এখন সচিন তেন্ডুলকারের ছেলে অর্জুন তেন্ডুলকারকে কুকুরের কামড়ের খবর ছড়িয়ে পড়ার পরে, লোকেরা লখনউতে খেলোয়াড়দের দেওয়া নিরাপত্তা নিয়ে ক্রমাগত প্রশ্ন উঠেছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 16, 2023 12:19 PM IST