Viral Video: ১০০ বছরের দাদু বল করছেন ১০০ মাইল প্রতি ঘণ্টায়, হন্যে হয়ে খুঁজছেন শোয়েব
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Viral Video: ভিডিওতে বৃদ্ধের রানআপও শোয়েব আখতারের মতো। বৃদ্ধাকে পায়জামা ও স্থানীয় কুর্তায় চমৎকারভাবে বোলিং করতে দেখা যাচ্ছে।
ইসলামাবাদ: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন তারকা, ফাস্ট বোলার শোয়েব আখতার সোশ্যাল মিডিয়ায় খুবই অ্যাক্টিভ। শোয়েব সম্প্রতি তাঁর অফিসিয়াল ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও আপলোড করেছেন ঝড়ের গতিতে ভাইরাল হয়ে উঠেছে। রাওয়ালপিন্ডি এক্সপ্রেস নামে খ্যাত শোয়েব আখতার এক বৃদ্ধের বোলিং অ্যাকশন দেখে জাস্ট বোল্ড হয়ে গেছেন৷ এবং ভিডিও শেয়ার করে তিনি বলেছেন তিনি এই বৃদ্ধকে হন্যে হয়ে খুঁজছেন৷
পাশাপাশি তাঁর নিজের পোস্টে আকুতিও করেছেন যে তিনি এই বৃদ্ধকে খুঁজছেন এবং কেউ কি তাঁকে এই বৃদ্ধের খোঁজ দিতে পারবেন কিনা তাও জিজ্ঞাসা করেছেন৷
advertisement
advertisement
এই ভিডিওতে এমন কী আছে যে তিনি দেখা করতে ব্যাকুল। জানতে চান তাহলে দেখে নিন কী দুরন্ত বোলিং অ্যাকশন তাঁর ৷ রইল ভাইরাল ভিডিও৷
Aray wah. 100 mph at 100 😀 I'd love to meet him. Dhoond k layen koi. pic.twitter.com/pr5Tjgg0rd
— Shoaib Akhtar (@shoaib100mph) April 10, 2023
advertisement
আসলে, সোশ্যাল মিডিয়ায় শোয়েব আখতারের পোস্ট করা ভিডিওতে একজন বৃদ্ধকে তাঁর মতোই বোলিং অ্যাকশনে বল করতে দেখা যাচ্ছে। বয়স্ক ব্যক্তি যে তীব্রতা নিয়ে বোলিং করছেন তা দেখে শোয়েব আখতার নিজেও হতবাক। এই ভিডিও আপলোড করার সময় আখতার লিখেছেন, 'ওহ বাহ! 100 -তে 100MPH. আমি আপনার সঙ্গে দেখা করলে খুশি হব কেউ খুঁজে নিয়ে এস।’
advertisement
শোয়েব আখতারের বিশ্ব রেকর্ড
ভিডিওতে বৃদ্ধের রানআপও শোয়েব আখতারের মতো। বৃদ্ধাকে পায়জামা ও স্থানীয় কুর্তায় চমৎকারভাবে বোলিং করতে দেখা যাচ্ছে। বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর ফাস্ট বোলারদের একজন শোয়েব আখতার৷ তাঁর দ্রুততম বল করার রেকর্ড রয়েছে। শোয়েব ঘণ্টায় ১৬১.৪ কিলোমিটার গতিতে বোলিং করেছেন যা এখনও বিশ্ব রেকর্ড। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে করে রেকর্ড গড়েছিলেন রাওয়ালপিন্ডি এক্সপ্রেস৷
advertisement
'১১০ সেঞ্চুরি করবেন বিরাট কোহলি'
শোয়েব আখতার সম্প্রতি বিরাট কোহলি সম্পর্কে ভবিষ্যদ্বাণী করেছিলেন যে ভারতের এই প্রাক্তন অধিনায়ক আন্তর্জাতিক ক্রিকেটে ১১০টি শতরান করবেন। আখতার বলেছিলেন যে বিরাটের আর অধিনায়কত্বের বোঝা নেই এবং তিনি শীঘ্রই মাস্টারব্লাস্টার সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেবেন। আন্তর্জাতিক ক্রিকেটে বিরাটের ইতিমধ্যেই ৭৫টি সেঞ্চুরি হয়ে গেছে অন্যদিকে সচিনের নামের পাশে অবিস্মরণীয় ১০০ টি শতরানের রেকর্ড রয়েছে৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 12, 2023 8:48 AM IST