MS Dhoni: বছর ৪২-এও উড়ন্ত এমএস ধোনি, এমন ক্যাচ দেখে হতবাক সকলে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
MS Dhoni: গুজরাত টাইটান্সের বিরুদ্ধে উইকেটের পিছনে দাঁড়িয়ে যে ক্যাচ ধরলেন এমএস ধোনি, তা দেখে হতবাক গোটা ক্রিকেট বিশ্ব।
চেন্নাই: বয়স তাঁর ৪২ পেরিয়ে গিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ৪ বছর হয়ে গিয়েছে। ২২ গজে নামা বলতে শুদু মাত্র বছরে একবার আইপিএলের সময়। সেই অপেক্ষাতেই বসে থাকেন কোটি কোটি ফ্যানেরা। তাও হয়তো এবারই শেষ। গতবছর আইপিএল শেষে হয়েছে হাঁটুর অস্ত্রোপচার। এত কিছুর পরও গুজরাত টাইটান্সের বিরুদ্ধে উইকেটের পিছনে দাঁড়িয়ে যে ক্যাচ ধরলেন এমএস ধোনি, তা দেখে হতবাক গোটা ক্রিকেট বিশ্ব।
ম্যাচে সিএসকের দেওয়া ২০৭ রানের টার্গেট তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারিয়ে চাপে ছিল গুজরাত। অষ্টম ওভারের তৃতীয় বলে ব্যাট করছিলে বিজয় শঙ্কর। সাই সুদর্শনের সঙ্গে চেষ্টা করছিলেন একটা পার্টনারশিপ গড়ে তোলার। বোলিং করছিলেন ড্যারিল মিচেল। ওভারে তৃতীয় বলে ড্রাইভ মারতে গিয়ে বল ব্যাটের কিনারা লেগে পিছনে যায়। অসম্ভব ক্ষিপ্রতার সঙ্গে ডান দিকে ঝাঁপিয়ে দুরন্ত ক্যাচ ধরেন এমএস ধোনি।
advertisement
𝗩𝗶𝗻𝘁𝗮𝗴𝗲 𝗠𝗦𝗗 😎
An excellent diving grab behind the stumps and the home crowd erupts in joy💛
Head to @JioCinema and @StarSportsIndia to watch the match LIVE#TATAIPL | #CSKvGT pic.twitter.com/n5AlXAw9Zg
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
advertisement
ড্য়ারিল মিচেলের ওভারে স্লিপে কোনও ফিল্ডার ছিল না। ক্যাচটি আর ক্যাচটি ধোনির থেকে অনেকটা দূরেও ছিল। ক্যাচটি ধরার জন্য ধোনি সময় পেয়েছেন ০.৬০ সেকেন্ড। অর্থাৎ, এক সেকেন্ডেরও কম সময়ে বলের কাঁছে পৌঁছছেন তিনি। আর ঝাঁপ দিতে হয়েছে ২.২৭ মিটার দূরত্ব। ধোনির এই ক্যাচের ভিডিও আইপিএল ও সিএসকের তরফে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে। যা মুহূর্তে ঝড় তুলেছে।
advertisement
😮🙌#TATAIPL | #CSKvGT https://t.co/rOlJc71nTi pic.twitter.com/6Jv2yf7HK9
— IndianPremierLeague (@IPL) March 26, 2024
প্রসঙ্গত, ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে উইকেট হারিয়ে ২০৬ করে চেন্নাই সুপার কিংস। ২৩ বলে ৫১ রান করেন শিবম দুবে। ২০ বলে ৪৬ রান করেন রাচিন রবীন্দ্র। এছাড়া ৪৬ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন ঋতুরাজ গায়কোয়াড়। ২৪ রান করেন ড্যারিল মিচেল। রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে সিএসকে। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৩ রান করে গুজরাত।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 27, 2024 11:04 AM IST