India vs Pakistan | Viral Video: পাকিস্তানের ১০ উইকেটে জয়, এবার সেই ‘মারো মুঝে মারো’ পাক ফ্যান কী করলেন ? দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

'Maaro Mujhe Maaro' Guy Celebrates Pakistan’s win against India: রবিবারের ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরেও একটি ভিডিওতে দেখা যায় মোমিন সাকিবকে (Momin Saqib) ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ আরে ১০ উইকেটে জয় বন্ধু ... এতো বিপক্ষকে অত্যাচার... এই তো আসল মজা ৷’’

Photo: Screengrab
Photo: Screengrab
দুবাই: ২০১৯ বিশ্বকাপে ম্যাঞ্চেস্টারে ভারত-পাকিস্তান ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে পাকিস্তান সমর্থকের ভিডিও কারোরই কোনওদিন ভোলার নয় ৷ এক টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ওই পাক সমর্থক বলেছিলেন, ‘পাকিস্তানের যা পারফরম্যান্স, মারো মুঝে মারো...৷’ অর্থাৎ মেরে ফেলো আমাকে ৷ নিজের প্রিয় দলের এত খারাপ পারফরম্যান্স তাঁর পক্ষে আর দেখা সম্ভব হচ্ছে না (Pakistan cricket fan Momin Saqib went viral with a video) ৷
ওই ভিডিও ভাইরাল হতে খুব বেশি সময় লাগেনি ৷ তারপর থেকেই ইউটিউবে হোক কিংবা মিম, ওই ভিডিও চারিদিকে ছেয়ে গিয়েছিল ৷ কিন্তু এবার পরিস্থিতি অন্য ৷ দুবাইয়ের মাঠেও রবিবার ভারত-পাক (India vs Pakistan) ম্যাচ দেখতে হাজির ছিলেন ওই পাক সমর্থক ৷ আর এবার ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপে ঐতিহাসিক ম্যাচ জয় পাকিস্তানের! স্বভাবতই সেলিব্রেশন তো হবেই ৷
advertisement
View this post on Instagram

A post shared by Momin Saqib (@mominsaqib)

advertisement
advertisement
View this post on Instagram

A post shared by Momin Saqib (@mominsaqib)

advertisement
ম্যাচ শেষে ফাঁকা স্টেডিয়ামেই এক বন্ধুকে সঙ্গে নিয়ে নেমে পড়েছিলেন ‘মারো মুঝে মারো’ হিসেবে বিখ্যাত যুবক মোমিন সাকিব ৷ দেখা যায় ড্রেসিংরুম থেকে সোজা দৌড়ে নেমে পড়লেন মাঠে ৷ মাঠের ঘাস ছিড়তে ছিড়তে বলেন, ‘‘এই ১০ উইকেটে জয় সবসময়ে মনে রাখব ৷ আমার মনে হচ্ছে এই মাঠের ঘাস এবং মাটি খেয়ে ফেলি ৷’’
advertisement
ওল্ড ট্র্যাফোর্ডে ২০১৯ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ৩৩৬ রান করেছিল ভারত ৷ সেই ম্যাচে প্রায় একপেশেভাবেই পাকিস্তানকে হারায় কোহলিরা ৷ আর এবার ম্যাচের চিত্রটা ছিল সম্পূর্ণ উল্টো ৷ এখানে কোহলিরাই পাকিস্তানের কাছে হারলেন ১০ উইকেটে ৷ স্বভাবতই পাক সমর্থকরা এই বিরাট জয়ের সেলিব্রেশন তো করবেনই ৷
advertisement
রবিবারের ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরেও একটি ভিডিওতে দেখা যায় মোমিন সাকিবকে ৷ যেখানে তাঁকে বলতে শোনা যায়, ‘‘ আরে ১০ উইকেটে জয় বন্ধু ... এতো বিপক্ষকে অত্যাচার... এই তো আসল মজা ৷ পাকিস্তান মনে হচ্ছে কাপ জিতে নিয়েছে ৷ ’’
বাংলা খবর/ খবর/খেলা/
India vs Pakistan | Viral Video: পাকিস্তানের ১০ উইকেটে জয়, এবার সেই ‘মারো মুঝে মারো’ পাক ফ্যান কী করলেন ? দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement