আইপিএলকে প্রায়শই দেয় হুঙ্কার! পাকিস্তান সুপার লিগে ম্যাচের সেরা হওয়ার পুরস্কার হেয়ার ড্রায়ার! নেট দুনিয়ায় হাসির রোল, ভাইরাল ভিডিও

Last Updated:

Viral Video Hair dryer given as man of the match prize in Pakistan Super League: আইপিএলের মাঝেই শিরোনামে পাকিস্তান সুপার লিগ। আইপিএলে যেখানে প্রতি ম্যাচে লক্ষ-লক্ষ টাকা উড়ছে পুরস্কার হিসেবে, সেখানে পাকিস্তান সুপার লিগে ম্যাচের সেরা হওয়ায় ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে হেয়ার ড্রায়ার।

News18
News18
আইপিএলের মাঝেই শিরোনামে পাকিস্তান সুপার লিগ। আইপিএলে যেখানে প্রতি ম্যাচে লক্ষ-লক্ষ টাকা উড়ছে পুরস্কার হিসেবে, সেখানে পাকিস্তান সুপার লিগে ম্যাচের সেরা হওয়ায় ফ্র্যাঞ্চাইজির তরফ থেকে পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে হেয়ার ড্রায়ার। যেই ভিডিও দেখে নেট দুনিয়ায় উঠেছে হাসির রোল। ট্রোলের শিকার পিএসএলের দল করাচি কিংস।
করাচির ন্যাশনাল ব্যাঙ্ক স্টেডিয়ামে, মহম্মদ রিজওয়ান-এর নেতৃত্বাধীন মুলতান সুলতানস প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২৩৪/৩ রান তোলে। কিন্তু করাচি কিংস সেই লক্ষ্য ১৯.২ ওভারে টপকে যায়। সৌজন্যে করাচির ব্যাটার জেমস ভিন্সের ৪৩ বলে ১০১ রানের ঝড়ো ইনিংস। তার ম্যাচ জয়ী ইনিংসের জন্য ভিন্স ‘প্লেয়ার অফ দ্য ম্যাচ’ নির্বাচিত হন। এছাড়া দলের তরফ তাঁকে ড্রেসিং রুমে একটি পুরস্কার দেওয়া হয়। যা নিয়েই যাবতীয় ঘটনা।
advertisement
advertisement
করাচি কিংসের তরফ থেকে সোশ্যল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করা হয়। যেখানে দেখা যায় দলের তরফ থেকে ভিন্সের ইনিংসের প্রশংসা করার পাশাপাশি তাঁকে ড্রেসিং রুমে সকলের সামনে ডেকে একটি পুরস্কার দেওয়ার হয়। আর তা আশ্চর্যজনকভাবে ছিল একটি হেয়ার ড্রায়ার। এই ভিডিওটি সোশ্যাল মি়ডিয়ায় ছড়িয়ে পড়তে বেশি সময় লাগেনি। আইপিএলের সঙ্গে তুলনা করা ট্রোল করাও শুরু করেছেন নেটিজেনরা।
advertisement
advertisement
প্রসঙ্গত, বর্তমানে করাচি কিংস পিএসএল ২০২৫ পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এক ম্যাচে দুই পয়েন্ট নিয়ে, অন্যদিকে মুলতান সুলতানস পাঁচ নম্বরে, তারা তাদের প্রথম ম্যাচে হার দিয়ে শুরু করেছে। ডেভিড ওয়ার্নারের নেতৃত্বাধীন কিংস আগামী মঙ্গলবার লাহোর কালান্দার্সের মুখোমুখি হবে, আর সুলতানস বুধবার খেলবে ইসলামাবাদ ইউনাইটেডের বিরুদ্ধে।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
আইপিএলকে প্রায়শই দেয় হুঙ্কার! পাকিস্তান সুপার লিগে ম্যাচের সেরা হওয়ার পুরস্কার হেয়ার ড্রায়ার! নেট দুনিয়ায় হাসির রোল, ভাইরাল ভিডিও
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement