Vinesh Phogot: ১০০ গ্রাম ওজন বেড়েছিল মাত্র! ভিনেশের দোষ ছিল? কে দায়ী, জানিয়ে দিল আদালত
- Published by:Soumendu C
- news18 bangla
Last Updated:
ভিনেশ নিজের দোষেই অলিম্পিক্সের পদক থেকে বঞ্চিত হয়েছেন। এরসঙ্গেই ক্যাস বিশ্বের সমস্ত কুস্তিগিরদের হুঁশিয়ারির সুরেই জানিয়েছে যে রকমই পরিস্থিতি হোক না কেন তাঁদের ওজনের সম্বন্ধে তাঁদের ওয়াকিবহাল থাকতে হবে। যদি তাঁরা সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেন তবে তাঁরা প্রতিযোগিতা থেকে বাতিল হবেন। এই বিষয়ে ২৪ পাতার একটি বিস্তারিত রায় প্রকাশ করেছে ক্যাস। সেখানেই এই যুক্তি তুলে ধরা হয়েছে।
নয়াদিল্লি: ওজনের সর্বোচ্চ সীমা অতিক্রম করায় ভিনেশকেই কার্যত দোষী সাব্যস্ত করল ক্রীড়াক্ষেত্রের সর্বোচ্চ আদালত কোর্ট অফ আরবিট্রেশন ফর স্পোর্ট বা ক্যাস। তারা স্পষ্টভাবেই জানিয়েছে, ভিনেশ নিজের দোষেই অলিম্পিক্সের পদক থেকে বঞ্চিত হয়েছেন। এরসঙ্গেই ক্যাস বিশ্বের সমস্ত কুস্তিগিরদের হুঁশিয়ারির সুরেই জানিয়েছে যে রকমই পরিস্থিতি হোক না কেন তাঁদের ওজনের সম্বন্ধে তাঁদের ওয়াকিবহাল থাকতে হবে। যদি তাঁরা সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেন তবে তাঁরা প্রতিযোগিতা থেকে বাতিল হবেন। এই বিষয়ে ২৪ পাতার একটি বিস্তারিত রায় প্রকাশ করেছে ক্যাস। সেখানেই এই যুক্তি তুলে ধরা হয়েছে।
৫০ কেজি বিভাগে ফাইনালে উঠেও ১০০ গ্রাম বেশি থাকার জন্য ফাইনাল ম্যাচ থেকে ছিটকে যান ভারতের মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট। তাঁকে গোটা প্রতিযোগিতা থেকেই বাতিল ঘোষণা করা হয়। এরপর সরাসরি ক্যাসে আবেদন জানান ভিনেশ। তাঁকে অন্তত রুপোর পদক দেওয়া হোক বলে আবেদন জানান তিনি। গত ১৪ই অগাস্ট নিজেদের সিদ্ধান্ত জানায় ক্যাস। ভিনেশের আবেদন বাতিল করে এই আন্তর্জাতিক সংস্থা। সোমবার এই প্রসঙ্গে বিস্তারিত ভাবে ২৪ পাতার একটি রিপোর্ট প্রকাশ করে ক্যাস। সেখানেই যুক্তি সহকারে জানানো হয় কেন ভিনেশকে প্রতিযোগিতা থেকেই বাতিল করা হয়েছে।
advertisement
advertisement
এই রিপোর্টে তাঁরা জানিয়েছে, “ক্রীড়াবিদদের ওজনের সর্বোচ্চ সীমা কতটা হবে তা নিয়ে নিয়ম খুবই স্পষ্ট। এবং সমস্ত প্রতিযোগীর ক্ষেত্রে তা সমান। এই ঊর্ধ্বসীমার ব্যাপারে কোনও আপস করা হবে না। এক গ্রাম ওজন বেশি হওয়াও বাঞ্ছনীয় নয়। কী ভাবে কোনও প্রতিযোগী তা করবেন সেটা নির্ভর করছে সম্পূর্ণ তাঁর উপর।”
advertisement
ভিনেশের আবেদন নস্যাৎ করে ক্যাস আরও জানিয়েছে, “ভিনেশের ওজন যে বেশি ছিল সে বিষয়ে কোনও প্রশ্নের অবকাশ নেই। শুনানিতেই তিনি তা জানিয়েছেন। উনি জানিয়েছিলেন ঋতুস্রাব চলাকালীন জল খাওয়ার জন্য এবং সেই সময়ে তাঁর শরীরে জলের পরিমাণ বেশি থাকার জন্য ওজন বেশি হয়েছে। কিন্তু এই দাবি মানা যায় না।”
এই প্রসঙ্গে ক্যাস জানিয়েছে, “বিচারক জানিয়েছেন, আবেদনকারী নিজের ইচ্ছায় ৫০ কেজি বিভাগে অংশগ্রহণ করেছিলেন। নিয়মবিধির ৭ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেক প্রতিযোগীকে স্বেচ্ছায় অংশগ্রহণ করতে হয় এবং তিনি কেবল একটিই বিভাগে অংশ নিতে পারেন। সরকারি ভাবে ওজন মাপার সময়ও নিজের ওজন ঠিক রাখা তাঁরই দায়িত্ব।”
advertisement
আবেদনে সাড়া না পেয়ে প্যারিস অলিম্পিক্স থেকে খালি হাতেই ফিরতে ভারতের এই মহিলা কুস্তিগিরকে। পদক না পেলেও ভারতে ফিরে তাঁকে ভালবাসায় ভরিয়ে দেন দেশবাসী। আবেগে আপ্লূত হয়ে ভিনেশ জানিয়েছিলেন এই ভালবাসা হাজার পদকের থেকেও বেশি। তবে ক্যাসের এই রিপোর্টে মনখারাপ ক্রীড়াপ্রেমীদের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 3:21 PM IST