Vinesh Phogot: 'যা পেয়েছি তা হাজার সোনার পদকের থেকেও বেশি', কী এমন পেলেন ভিনেশ? দেখুন...

Last Updated:

প্যারিস অলিম্পিক্সে ৫০কেজি বিভাগে রীতিমত ইতিহাস তৈরি করেছেন ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে তিনি প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে যান। কিন্তু ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার ফলে তাঁকে গোটা প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। বাতিল করা হয় তাঁর রুপো পদকও।

দেশে ফিরে আবেগে ভাসলেন ভিন্নেশ ফোগট
দেশে ফিরে আবেগে ভাসলেন ভিন্নেশ ফোগট
নয়াদিল্লি: দেশের মাটিতে ফিরে আবেগে ভাসছেন মহিলা কুস্তিগির ভিনেশ ফোগট। শনিবার, প্যারিস থেকে দিল্লিতে ফেরার পর কান্নায় ভেঙে পড়েন ভিনেশ। কিন্তু, দেশে ফেরার পর তাঁকে যেভাবে অভ্যর্থনা জানানো হয় তাতে তিনি অভিভূত বলেই জানান।
নয়াদিল্লিতে নামার পর ভিনেশ তাঁর সতীর্থ কুস্তিগির বজরং পুনিয়া এবং সাক্ষী মালিকের সঙ্গে হরিয়ানায় নিজের গ্রাম চারখি দাদরিতে পৌঁছান। সেখানে তাঁকে স্বাগত জানানোর জন্য প্রায় গোটা গ্রাম ভেঙে পড়ে। তাঁর প্রতি এই ভালবাসায় আপ্লূত হয়ে পড়েন ভিনেশ।
এই প্রসঙ্গে তিনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানান, “দেশের মানুষের কাছে আমি যে ভালবাসা পেয়েছি তা ১ হাজার সোনার পদকের থেকেও বেশি।” তিনি আরও বলেন, “হয়ত আমি সোনা পায়নি, কিন্তু আমার দেশের মানুষরাই আমাকে আবেগ দিয়ে তা এনে দিয়েছে।”
advertisement
advertisement
advertisement
প্যারিস অলিম্পিক্সে ৫০কেজি বিভাগে রীতিমত ইতিহাস তৈরি করেছেন ভিনেশ। প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির হিসাবে তিনি প্যারিস অলিম্পিক্সের ফাইনালে পৌঁছে যান। কিন্তু ফাইনাল ম্যাচের আগে তাঁর ওজন ১০০ গ্রাম বেশি থাকার ফলে তাঁকে গোটা প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। বাতিল করা হয় তাঁর রুপো পদকও।
advertisement
এরপর তিনি সর্বোচ্চ কেন্দ্রীয় নিয়ামক সংস্থা বা কোর্ট অফ আরবিট্রেশন অফ স্পোর্টে আর্জি জানান। কিন্তু তাঁর আর্জি নস্যাৎ করে দেয় এই কোর্ট। ফলে তাঁর পদক পাওয়ার স্বপ্ন সেখানেই শেষ হয়ে যায়। কিন্তু দেশে ফিরে তাঁর প্রতি দেশবাসীর আবেগ দেখে তিনি আপ্লূত। তারপরেই সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করেন ভিনেশ।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
Vinesh Phogot: 'যা পেয়েছি তা হাজার সোনার পদকের থেকেও বেশি', কী এমন পেলেন ভিনেশ? দেখুন...
Next Article
advertisement
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
এক ছবিতেই ৭২টা গান ! এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি, বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’
  • এক ছবিতেই ৭২টা গান !

  • এই রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি

  • বলিউডের বিশুদ্ধ বিস্ময় ‘ইন্দ্রসভা’

VIEW MORE
advertisement
advertisement