অক্টোবরেই পেশাদার রিং-এ অভিষেক বিজেন্দ্রর
Last Updated:
অক্টোবরেই পেশাদার রিং-য়ে অভিষেক হতে চলেছে ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং-এর৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবরই প্রো-বক্সিং-এর রিং-এ লড়তে দেখা যাবে হরিয়াণার এই বক্সারকে ৷
#নয়াদিল্লি: অক্টোবরেই পেশাদার রিং-য়ে অভিষেক হতে চলেছে ভারতীয় বক্সার বিজেন্দ্র সিং-এর৷ সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ১০ অক্টোবরই প্রো-বক্সিং-এর রিং-এ লড়তে দেখা যাবে হরিয়াণার এই বক্সারকে ৷ গত জুলাইয়ে অ্যামেচার বক্সিং ছেড়ে পেশাদার সার্কিটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন বেজিং অলিম্পিকে ব্রোঞ্জজয়ী এই বক্সার ৷ তবে প্রতিপক্ষ কে হতে চলেছেন, সেটা এখনও জানেন না বিজেন্দ্র ৷ প্রথমবার প্রো-বক্সিং-এর রিং-এ নামার জন্য স্বভাবতই মুখিয়ে রয়েছেন তিনি৷ সাংবাদিকদের তিনি বলেন, ‘ম্যাঞ্চস্টার এরিনায় প্রথমবার পেশাদার বাউটে নামার জন্য আমি মুখিয়ে রয়েছি৷ ১০ অক্টোবর এই লড়াই ভারতীয় বক্সিংয়ে এক নতুন মাত্রা যোগ করবে৷ ’
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 11, 2015 11:49 AM IST