বিজয়-পূজারার জোড়া সেঞ্চুরিতে রাজকোটে লড়াইয়ে ফিরল ভারত

Last Updated:

ইংল্যান্ড: ৫৩৭, ভারত: ৩১৯/৪ ( ১০৮.৩ ওভার)

ইংল্যান্ড: ৫৩৭
ভারত: ৩১৯/৪ ( ১০৮.৩ ওভার)
তৃতীয় দিনের শেষে ২১৮ রানে পিছিয়ে ভারত ৷ হাতে রয়েছে ৬ উইকেট ৷
advertisement
#রাজকোট :  রাজকোটে লড়াইয়ে ফিরছে ভারত। বিজয়-পূজারার জোড়া সেঞ্চুরিতে ৩০০ রানের গণ্ডি পার বিরাটদের। দিনের শেষে ৪ উইকেটে ৩১৯ ভারতের। ক্রিজে ২৬ রানে অপরাজিত কোহলি। শেষ বেলায় উইকেট হারিয়ে অবশ্য চিন্তায় কুম্বলের দল।
advertisement
রাজকোটের প্রথম দু’দিন ইংল্যান্ডের হলে, তৃতীয় দিনটা অবশ্যই ভারতের। ঘরের মাঠে পূজারার সেঞ্চুরি আর বিজয়ের ধৈর্যশীল শতরানে ভর করে লড়াইয়ে ফিরেছে কোহলি ব্রিগেড। রাজকোটের পাটা উইকেটে শুক্রবার ধীরে সুস্থে সকালটা শুরু করেছিলেন দুই ওপেনার বিজয়-গম্ভীর। গম্ভীর ব্রডের বলে আউট হয়ে দ্রুত ফিরলেও, পূজারাকে সঙ্গী করে দেখে-শুনে ব্যাট করতে থাকেন বিজয়। প্রথম দিকে ওকসের বলে বার তিনেক হেলমেটে খেয়েও নিজেকে সামলে নেন পূজারা।
advertisement
ব্রড, স্টোকস, হামিদ, মইন আলিদের সামলে টেস্ট কেরিয়ারের অষ্টম সেঞ্চুরিটা করেন পূজারা। পাশাপাশি ইংল্যান্ডের বিরুদ্ধেও ঘরের মাঠে ৩টি সেঞ্চুরি করার নজির গড়েন লোকাল বয় চেতেশ্বর। এদিন পূজারার ব্যাটিং দেখতে মাঠে উপস্থিত ছিলেন তাঁর বাবা। তবে সামন্য মনঃসংযোগের অভাবে দিনের শেষবেলায় স্টোকসের বলে কুকের হাতে ধরা পড়েন পূজারা।
অন্যদিকে ৩০০-র বেশি বল খেলে ১২৬ রানে রসিদের বলে হামিদের হাতে আউট হন মুরলী। রসিদের আচমকা লাফিয়ে ওঠা বলের বাউন্স বুঝতে না পেরে আউট হতে হয় বিজয়কে। পূজারার আউটের পর নামা অধিনায়ক কোহলি ক্রিজে থিতু হলেও, নাইট ওয়াচম্যান অমিত মিশ্র মাত্র ১ বলে কোনও রান না করে প্যাভিলিয়নে ফেরেন। দিনের শেষে ৪ উইকেটে ৩১৯ রানে থামে টিম ইন্ডিয়া। কুকদের পাহাড় প্রমান রানের থেকে এখনও ২১৮ রানে পিছিয়ে কুম্বলের ছাত্ররা। ব্যাটিং লাইন আপে রাহানে, অশ্বিন, ঋদ্ধিদের মতো না থাকলেও শেষবেলায় উইকেট হারিয়ে কিছুটা চাপেই টিম ইন্ডিয়া।
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
বিজয়-পূজারার জোড়া সেঞ্চুরিতে রাজকোটে লড়াইয়ে ফিরল ভারত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement