বিজয়-কোহলির জোড়া শতরানে টেস্টের প্রথম দিনেই সুবিধাজনক জায়গায় ভারত
Last Updated:
দেশ বদলে আরও একটা শতরান। হায়দরাবাদে ভারতীয় ক্রিকেটের নতুন নিজাম বিরাট কোহলি।
ভারত: ৩৫৬/৩ ( ৯০ ওভার)
#হায়দরাবাদ: দেশ বদলে আরও একটা শতরান। হায়দরাবাদে ভারতীয় ক্রিকেটের নতুন নিজাম বিরাট কোহলি। বাংলাদেশের বিরুদ্ধে কেরিয়ারের ষোলোতম শতরান পূর্ণ করলেন ভারত অধিনায়ক।
বিরাট এখনও সচিন হননি। গত কয়েকদিন আগে এই সার্টিফিকেট দিয়েছিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক রিকি পন্টিং। স্বীকার করেছিলেন এই মুর্হূতে একদিনের ক্রিকেটে সেরা ব্যাটসম্যান কোহলি। তবে সচিন হতে আরও সময় লাগবে। ফর্মের চূড়ায় থাকা সচিনও হয়তো এত দ্রুত কোনও টেস্টে শতরান করেননি। বিরাট (১১১ নট আউট) যা করে দেখালেন ৷
advertisement
advertisement
বৃহস্পতিবার থেকে হায়দরাবাদে শুরু হয়েছে ভারত-বাংলাদেশের এক টেস্টের সিরিজ। তাতেও বিরাটের ব্যাটে রানের ঘাটতি হল না। কত ঝড়ই সামলেছে বাংলাদেশ। কিন্তু খটখটে উপ্পলে এমন বিরাট ঝড় তাঁদের দিকে যে ধেয়ে আসবে, তা হয়তো ভাবেননি শাকিব আল-হাসানরা। ঘরের মাঠে সাত ম্যাচে হাজার রান সম্পূর্ণ করার দিনেই কেরিয়ারে ১৬তম শতরান। ১১১ রানে ব্যাট করছেন অধিনায়ক। শুক্রবার নিজাম শহরে কী আরও একটা ডাবল সেঞ্চুরি আসবে বিরাটের ব্যাট থেকে ? দেখতে অপেক্ষা আর এক দিনের ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 09, 2017 6:12 PM IST