বিজয় হাজারেতে বড় জয় বাংলার, কেকেআর কোচকে টেক্কা দিলেন লক্ষ্মী
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Bengal vs Madhyapradesh: কেকেআর কোচ পণ্ডিতের মধ্যপ্রদেশকে হারাল লক্ষ্মীরতন শুক্লার বাংলা।
কলকাতা: বিজয় হাজারে ট্রফিতে বড় জয় পেল বাংলা। মধ্যপ্রদেশকে ১৯৩ রানে হারাল বাংলার।
বাংলার প্রাক্তন অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ হাফ সেঞ্চুরি করেন। শাহবাজ আহমেদ নেন চার উইকেট। প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৮ উইকেটে বাংলা ২৫৪ রান করেছিল। ওপেনিংয়ে অভিষেক পোড়েল ও অভিমন্যু ঈশ্বরণ দুর্দান্ত শুরু করেন। ৯৫ বলে ৭৩ রানের ইনিংস খেলেন তাঁরা। অনুষ্টুপ মজুমদার ৩৩ রান করেন। শাহবাজ ব্যাট হাতেও করেন ২১ রান।
advertisement
আরও পড়ুন- সিরিজের মধ্যেই বিয়ের সানাই,কোন লাকি গার্লকে স্ত্রী হিসেবে বরণ করলেন এই তারকা
রান তাড়া করতে নেমে ব্যাটিংয়ে ধ্বস নামে মধ্যপ্রদেশের। মাত্র ৬১ রানে অল আউট হয়ে যায় তারা। মধ্য়প্রদেশের অধিনায়ক শুভম শর্মা ও তারকা ব্যাটার ভেঙ্কটেশ আইয়ার ছাড়া আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান করতে পারেননি।
advertisement
বাংলার বোলার শাহবাজ ৩.৪ ওভারে মাত্র ৭ রান দিয়ে ৪ উইকেট নেন। আকাশ দীপ ৬ ওভারে ৮ দিয়ে ৩ উইকেট নেন। ঈশান পোড়েল ৪ ওভারে ১৬ রান দিয়ে নেন ২ উইকেট। কোনও বিভাগেই বাংলাকে টেক্কা দিতে পারেনি মধ্যপ্রদেশ।
advertisement
আরও পড়ুন- Ind vs Aus T20: ম্যাক্সওয়েলের মেগা শতরান, জলে গেল রুতুরাজের লড়াই, সিরিজ ২-১
ঘরোয়া ক্রিকেটে মধ্যপ্রদেশকে শেষ দুবারের সাক্ষাতে দুবারই হারাল বাংলা। কোচ লক্ষ্মীরতন শুক্লার বাংলা দল হারাল কেকেআর কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের মধ্যপ্রদেশকে। তিনি কেকেআরের সঙ্গে মধ্যপ্রদেশেরও কোচ। এর আগে রনজি ট্রফির সেমিফাইনালে মধ্যপ্রদেশকে হারিয়েছিল বাংলা। তার পর অবশ্য ফাইনালে সৌরাষ্ট্রের কাছে হেরে যায় বাংলা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
November 29, 2023 8:34 PM IST