'জাহান্নামে যাক ভারত', বলার পর পাকিস্তানের মিয়াঁদাদকে ধুয়ে সাফ করে দিলেন ভেঙ্কটেশ প্রসাদ

Last Updated:

Venkatesh Prasad gives perfect reply to Javed Miandad after India go to hell comments. 'জাহান্নামে যাক ভারত', বলার পর পাকিস্তানের মিয়াঁদাদকে ধুয়ে সাফ করে দিলেন ভেঙ্কটেশ প্রসাদ

ভারতকে অপমানের জবাব, মিয়ান্ডাদকে জাহান্নাম চেনালেন প্রসাদ
ভারতকে অপমানের জবাব, মিয়ান্ডাদকে জাহান্নাম চেনালেন প্রসাদ
#লাহোর: ক্রিকেট দুনিয়ায় এক সময় ভারত এবং পাকিস্তানের নাম একসঙ্গে উচ্চারিত হত। ক্রিকেটীয় প্রতিভার দিক থেকে পাকিস্তান হয়তো এখনও খুব পিছিয়ে নেই। কিন্তু ক্রিকেট ব্যবসার দিক থেকে ভারতের থেকে কয়েক দশক পিছিয়ে তারা। বিসিসিআইয়ের সঙ্গে আর্থিক টক্কর নেওয়ার জায়গায় নেই পিসিবি। জাভেদ মিয়াঁদাদ বিতর্কের আগুনে ঘি ঢেলেছেন।
পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও কিংবদন্তি ক্রিকেটার পরশু ইউটিউবে বলেছেন, ভারত যদি পাকিস্তানে খেলতে না আসে, তাহলে তারা জাহান্নামে যাক। আমাদের পাকিস্তানের বেঁচে থাকার জন্য ভারতের সাহায্যের প্রয়োজন নেই। ভারত ক্রিকেটের বড় বাজার হতে পারে, কিন্তু আমরা পাকিস্তানিরা সেসব নিয়ে ভাবতে রাজি নই। আইসিসির উচিত ভারতের সাসপেন্ড করা।
মিয়াঁদাদ বলেছেন শুধু পয়সার জন্য ভারত যা ইচ্ছে তাই করবে সেটা হতে পারে না। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে শক্ত হাতে পরিস্থিতি সামলানোর উপদেশ দিয়েছেন তিনি। পাকিস্তানের কেউ ভারতকে উদ্দেশ্য করে কিছু বলবেন আর ভারতীয়রা চুপ থাকবেন, তা হতেই পারে না। এ ক্ষেত্রেও হয়নি।
advertisement
advertisement
মিয়াঁদাদের কথার পাল্টা জবাব দিতে টুইটারকে বেছে নিয়েছেন ভেঙ্কটেশ প্রসাদ। ভারতের প্রাক্তন পেসার মিয়াঁদাদের কথাগুলো শেয়ার দিয়ে লিখেছেন, কিন্তু ওরা তো জাহান্নামে যেতে অস্বীকৃতি জানাচ্ছে। অর্থাৎ এর মাধ্যমে প্রসাদ পাকিস্তানকেই জাহান্নামের সঙ্গে তুলনা করেছেন সেটা পরিষ্কার।
advertisement
পাকিস্তানের বদলে সম্ভাব্য ভেন্যু হিসেবে এসেছে সংযুক্ত আরব আমিরাত ও শ্রীলঙ্কার নাম। এ ছাড়া আরও একটি বিকল্প ভাবনাও উঠে এসেছে সেই সভায়। এশিয়া কাপ পাকিস্তানেই হতে পারে। তবে ভারতের ম্যাচগুলো হবে আরব আমিরাতে। ভারত–পাকিস্তান ফাইনালে উঠলে শিরোপা নির্ধারণী ম্যাচটাও হবে সেখানে। তবে এবছরের শেষে নভেম্বরে যখন একদিনের বিশ্বকাপ হবে ভারতে তখন দল না পাঠানোর সিদ্ধান্ত বজায় রাখতে পারে কিনা পাকিস্তান সেটাই দেখার হবে।
বাংলা খবর/ খবর/খেলা/
'জাহান্নামে যাক ভারত', বলার পর পাকিস্তানের মিয়াঁদাদকে ধুয়ে সাফ করে দিলেন ভেঙ্কটেশ প্রসাদ
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement