এক রাতে কোটিপতি, নিলামে এক কোটি পাওয়া ১৩ বছরের ছেলে আসল জায়গায় 'ফ্লপ'!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Vaibhab Suryabanshi- আইপিএলের মেগা নিলামে কোটিপতি হওয়ার পর থেকেই বৈভবকে নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে তার উপর ছিল লাইমলাইট।
কলকাতা: মাত্র ১৩ বছর বয়সেই আইপিএল নিলামে নাম ওঠে তাঁর। এক রাতের মধ্যে কোটিপতি হয়ে যান বৈভব সূর্যবংশী। আইপিএল নিলামে ১ কোটি ১০ লক্ষ টাকায় তাকে দলে নেয় রাজস্থান রয়্যালস।
সেই সূর্যবংশী কিন্তু এবার অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপে ব্যর্থ। এটাই ছিল তার প্রথম অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। পাকিস্তানের বিরুদ্ধে মাত্র ৯ বল খেললেন বৈভব। মাত্র এক রান করতে পারলেন। আলি রাজার বলে আউট হন বৈভব। আর তার পর থেকেই অনেকে বলছেন, মাথা ঘুরে গিয়েছে তার। এদিন ভারতের বিরুদ্ধে পাকিস্তান করে ২৮২ রান। রান তাড়া করতে নেমে পঞ্চম ওভারে বৈভব আউট হন।
advertisement
আইপিএলের মেগা নিলামে কোটিপতি হওয়ার পর থেকেই বৈভবকে নিয়ে সংবাদমাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে। ফলে পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে তার উপর ছিল লাইমলাইট। ১৩ বছরের ক্রিকেটার বলেছিলেন, এত আলোচনার মাঝে তার মাথা ঘুরে যায়নি। তবে বাস্তবে দেখা যাচ্ছে ব্যাপারটা উল্টো। আপাতত ক্রিকেটে মনোনিবেশ করতে চেয়েছিল বিহারের ছেলে।
advertisement
আরও পড়ুন- ভুল সবারই হয়, রেলের টিকিটে নাম, তারিখ পরিবর্তন করবেন কীভাবে? দেখে নিন উপায়
পাকিস্তানের বিরুদ্ধে ব্যর্থ হল বৈভব। ছেলেকে ক্রিকেটার তৈরি করার স্বপ্ন দেখতেন বৈভবের বাবা সঞ্জীব সূর্যবংশী। তার জন্য তিন বছর আগে জমি বিক্রি করে দেন তিনি। রাজস্থান রয়্যালস তাঁর ছেলে বৈভবকে দলে নেওয়ায় সঞ্জীব গর্বিত হয়েছিলেন। বলেছিলেন, তাঁর ছেলে এখন আর তাঁর একার নয়, সে এখন পুরো বিহারের সন্তান।
advertisement
আরও পড়ুন- সাবধান! রুম হিটার ব্যবহারের আগে জানুন! নয়ত জলের মতো টাকা খরচ হবে
বৈভব গত এক বছরে বিভিন্ন টুর্নামেন্ট খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন। তবে দেশের হয়ে পাকিস্তানের বিরুদ্ধে বৈভব রান না পাওয়ায় সমালোচনা হচ্ছে। আইপিএলের নিলামে অনেকেই কোটিপতি হন। তবে একালে হারিয়েও যান। খেলার মাঠে সেইসব কোটিপতি ক্রিকেটাররা আর নিজেদের প্রমাণ করতে পারেন না। বৈভবের সামনেও এবার কঠিন পরীক্ষা। ব্যাট হাতে নিজেকে প্রমাণ করার লড়াই এই বোধ হয় শুরু হল!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 30, 2024 7:10 PM IST