India vs Uzbekistan: রক্ষণের ভুলে ডুবল ভারত, লড়াই করেও উজবেকিস্তানের বিরুদ্ধে ৩-০ গোলে হার
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Uzbekistan Beat Indian Football Team by 3-0 Goals: জয়ে ফিরতে পারল না ভারতীয় ফুটবল দল। লড়াকু ফুটবল খেললেও প্রথমার্ধে রক্ষণের কিছু ভুলে ৩-০ গোলে ম্যাচ হারতে হল ভারতকে।
দোহা: এশিয়ান কাপে জয়ে ফিরতে পারল না ভারতীয় ফুটবল দল। অস্ট্রেলিয়ার সঙ্গে লড়াকু ফুটবলের পর উজবেকিস্তানের বিরুদ্ধেও লড়াই করল ভারত। অস্ট্রেলিয়া ম্যাচে ইগর স্টিমাচের অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল নিয়ে যে প্রশ্ন উঠেছিল, উজবেকদের বিরুদ্ধে অনেক বেশি আক্রমণ করল সুনীলরা। কিন্তু প্রথমার্ধে রক্ষণের কিছু ভুলে ৩-০ গোলে ম্যাচ হারতে হল ভারতকে।
ভারতের রক্ষণকে থিতু হতে দেওয়ার আগেই ম্যচের ৪ মিনিটে প্রথম গোল করে দেয় উজবেকিস্তান। ভারতীয় পেনাল্টি এলাকার প্রান্ত থেকে একটি ইনসুইং ক্রস বাড়ান করেন নাসরুল্লায়েভ। ফয়জুল্লায়েভ ভালো জায়গায় ছিলেন। এবং তিনি সেই বল পেয়ে হেডে বল জালে জড়াত কোনও ভুল করেননি। এক্ষেত্রে ভারতের রক্ষণের ভুলের কারণেই গোল হজম করতে হয়।
advertisement
দ্বিতীয় গোলের জন্য বেশি সময় অপেক্ষা করতে হয়নি উজবেকিস্তানকে। ১৮ মিনিটে ফের রক্ষণের ভুলে গোল হজম করতে হয় ভারতকে। ফয়জুল্লায়েভ বক্সের বাইরে থেকে শট নিলে সেই শট আকাশ মিশ্রর গায়ে লেগে বারে প্রতিহত হয়ে ফিরে আসে। কিন্তু রক্ষণের কেউ না থাকায় তা ক্লিয়ার করা যায়নি। ভারতীয় ডিফেন্স পুরো বিশৃঙ্খল অবস্থায় ছিল। সেই বল ফলো করে এসে সার্জিভ সহজেই গোলে।
advertisement
advertisement
৩০ মিনিটের পর থেকে ধীরে ধীরে ছন্দে ফেরে ভারতীয় দল। মাঝমাঠের দখল নিয়ে একাধিক আক্রমণ গড়ে তোলে। গোল করার মত সুযোগও এসেছিল কিন্তু তা কাজে লাগেনি। ম্যাচের প্রথমার্ধের ইনজুরি টাইমে আরও একটি গোল খায় ভারত। নাসরুল্লায়েভের একটি শট পোস্টে লেগে ফেরত আসে। সেটি ক্লেয়ার করার জন্য সেভাবে তৎপর হয়নি। আর ফিরতি বল ধরেই দলের হয়ে তিন নম্বর গোলটি করেন নাসরুল্লায়েভ।
advertisement
আরও পড়ুনঃ Knowledge Story: একক-দশক থেকে লক্ষ-নিযুত-কোটি পর্যন্ত আমরা জানি, কিন্তু কোটির পর কী কী রয়েছে জানেন?
দ্বিতীয়ার্ধে, ভারতীয় দল অনেক বেশি আক্রমণাত্মক ফুটবল খেলে। সুনীল-মহেশরা গোলের কাছাকাছিও পৌছে যায় একাধিকবার। কিন্তু জালে বল জড়াতে পারেনি। ৩ গোলের লিড থাকায় দ্বিতীয়ার্ধে সেভাবে আক্রমণে যায়নি উজেবেকিস্তান। যার ফলে দ্বিতীয়ার্ধে ভাল ফুটবল খেললেও শেষ পর্যন্ত ৩-০ গোলে ম্যাচ হেরেই মাঠ ছাড়তে হয় ভারতকে। পরপর দুটি ম্যাচ হেরে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার পর অনেক কঠিন হয়ে গেল ভারতের।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 18, 2024 10:59 PM IST