ভারতীয় কুস্তির কালো দিন! জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা

Last Updated:

United World Wrestling suspends Wrestling Federation of India: আভাস আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেই আশঙ্কাইই সত্যি হল। সঠিক সময়ে নির্বাচন না করায় ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করল বিশ্ব কুস্তি সংস্থা। ভারতেতর জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা।

কলকাতা: আভাস আগেই পাওয়া গিয়েছিল। অবশেষে সেই আশঙ্কাই সত্যি হল। সঠিক সময়ে নির্বাচন না করায় ভারতীয় কুস্তি সংস্থার বিরুদ্ধে কঠিন পদক্ষেপ গ্রহণ করল বিশ্ব কুস্তি সংস্থা। ভারতের জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা। এর ফলে দেশের কুস্তি ফেডারশেনের যেমন মুখ পুড়ল বিশ্বের সামনে, পাশাপাশি সমস্যায় পড়লেন কুস্তিগীররা।
এই সিদ্ধান্তের ফলে অলিম্পিক বা বিশ্ব চ্যাম্পিয়নশিপের মত কোন প্রতিযোগিতায় ভারতীয় কুস্তিগীরেরা অংশ নিতে পারবে না। আর অংশ নিতে হলে দেশের পতাকা ছাড়া নামতে হবে ভারতীয় কুস্তিগীরদের। অলিম্পিকের জন্য এখনও হাতে অনেকটা সময় রয়েছে। কিন্তু আগামি মাসেই রয়েছে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। এই প্রতিযোগিতার জন্য ট্রায়ালের দিনও ঘোষণা হয়ে গিয়েছে।
প্রসঙ্গত, কুস্তিগীরদের শারীরিক হেনস্থায় প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরন সিংহ নাম জড়ানোর পরই ভেঙে দেওয়া হয়েছিল ভারতীয় কুস্তি সংস্থাকে। গত ২৭ এপ্রিল ভারতীয় অলিম্পিক সংস্থা নির্বাচন সংগঠনের জন্য ও অন্তবর্তীকালীন দায়িত্ব সামলানোর জন্য অ্যাডহক কমিটি গড়ে দেওয়া হয়েছিল। ৪৫ দিন সময়সীমা বেধে দেওয়া হয়েছিল নির্বাচন সংগঠিত করে নতুন বোর্ড তৈরির জন্য।
advertisement
advertisement
ভারতীয় কুস্তি সংস্থার এই ডামাডোল ও আভ্যন্তরীন বিবাদে চুপ করে থাকেনি বিশ্ব কুস্তি সংস্থাও। নির্দিষ্ট সময়ের মধ্যে নির্বাচন না করতে পারলে ভারতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করার হুশিয়ারীও দিয়েছিল বিশ্ব কুস্তি সংস্থা। আইনি বেড়াজালে একাধিকবার নির্বাচনের দিন ঘোষণা করেও তা সম্ভব হয়নি। তাই শেষ পর্যন্ত বুধবার রাতে অ্যাড-হক প্যানেলকে নির্বাসনের বিষয়ে জানিয়ে দেওয়া হয়।
বাংলা খবর/ খবর/খেলা/
ভারতীয় কুস্তির কালো দিন! জাতীয় কুস্তি সংস্থাকে নির্বাসিত করল বিশ্ব কুস্তি সংস্থা
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement