মেসি ম্যাজিকে আত্মসমর্পণ মার্কিনদের ! কোপার ফাইনালে আর্জেন্টিনা

Last Updated:

মার্কিন যুক্তরাষ্ট্র: ০ আর্জেন্টিনা: ৪ ( লাভেজ্জি-৩', মেসি-৩২', হিগুয়েন-৫০', ৮৬')

মার্কিন যুক্তরাষ্ট্র: ০
আর্জেন্টিনা: ৪ ( লাভেজ্জি-৩', মেসি-৩২', হিগুয়েন-৫০', ৮৬')
#ওয়াশিংটন:  ২৩ বছর বড় ট্রফি আসেনি। এবার যেন তারই শেষ দেখতে মার্কিন মুলুকে এলএম টেন। ক্লিন্সম্যানের মার্কিন যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়ে কোপার ফাইনালে লা আলবিসেলেস্তে! ফ্রি-কিক থেকে দুরন্ত গোল করে আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ স্কোরারের শিরোপা মেসির। বাতিস্তুতাকে এদিনই টপকে গেলেন তিনি ৷
advertisement
advertisement
এক বনাম একত্রিশের লড়াই। তার উপর আবার প্রতিপক্ষে এলএম টেনের উপস্থিতি। কোপার সেমি ফাইনালে মেসি ম্যাজিকেই উড়ে গেল মার্কিনিরা। ক্লিন্সম্যানের দলকে ৪-০ গোলে উড়িয়ে কোপার  ফাইনালে প্রবেশ করল আর্জেন্টিনা। টেক্সাসের হিউস্টনে প্রথম মিনিট থেকেই মেসি ম্যাজিক। ম্যাচে আগাগোড়া প্রাধান্য রেখেই কোপা ফাইনালে লা আলবিসেলেস্তে।
ClhyHp-UgAANfi8
advertisement
ম্যাচের শুরুতেই লাভেজ্জির গোল। মার্কিনদের ম্যাচ থেকে হারিয়ে যাওয়ার শুরু। রাইট উইং থেকে কাট করে মেসির বক্সে ঢোকার রাস্তাগুলো আটকাতে হাতড়ে বেড়াচ্ছিলেন ডিম্পসে, ব্র্যাডলিরা। কিন্তু মেসি যেদিন ঝলমল করেন, সেদিন প্রতিপক্ষের আর কী বা করার থাকে। ৩২ মিনিটে দুরন্ত ফ্রি-কিকে অসাধারণ গোল আর্জেন্টাইন অধিনায়কের। একইসঙ্গে বাতিস্তুতাকে টপকে মারাদোনার দেশের সর্বোচ্চ স্কোরারের মুকুটও এখন মেসির দখলে।
advertisement
দ্বিতীয়ার্ধে আরও দু’টো গোল। জোড়া গোল হিগুয়েনের। চিলি বা কলম্বিয়া। ফাইনালে সামনে যেই পড়ুক, শতর্বষের কোপা মেসির হাতে ওঠা যেন স্রেফ সময়ের অপেক্ষা। ২৩ বছরের অপেক্ষার অবসানে মুখিয়ে রয়েছেন যে খোদ লিওনেল মেসি। দেখে নিন ম্যাচের চারটে দুর্দান্ত গোল ৷
view comments
বাংলা খবর/ খবর/খেলা/
মেসি ম্যাজিকে আত্মসমর্পণ মার্কিনদের ! কোপার ফাইনালে আর্জেন্টিনা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement