তিরাশির স্মৃতি ফিরল না, রবিবাসরীয় মীরপুর মাতল ক্যালিপসো ছন্দে

Last Updated:

ভারত : ১৪৫ (৪৫.১ ওভার) ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬/৫ ( ৪৯.৩ ওভার) ৫ উইকেটে জয়ী অনূর্ধ্ব-১৯ ওয়েস্ট ইন্ডিজ দল

ভারত : ১৪৫ (৪৫.১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬/৫ ( ৪৯.৩ ওভার)
৫ উইকেটে জয়ী অনূর্ধ্ব-১৯ ওয়েস্ট ইন্ডিজ দল 
advertisement
#মীরপুর:  শেষরক্ষা হল না ৷ গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ফাইনালে উঠেই শেষপর্যন্ত হার হজম করতে হল মেন ইন ব্লু’দের ৷  সেইসঙ্গে ক্রিকেটার থেকে কোচ হয়েও ভাগ্য বদলালো না ভারতীয় ক্রিকেটের অন্যতম ‘ট্র্যাজিক নায়ক’ রাহুল দ্রাবিড়ের ৷ মীরপুরে রবিবাসরীয় ফাইনালে ভারত হারল ৫ উইকেটে ৷ ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই ঢাকার মাটিতেই হারতে হয়েছিল ক্যারিবিয়ানদের ৷ দ্বিতীয়বার আর সেটা হতে দেননি হেটমায়াররা ৷ শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল গেইলদের ভাইরা ৷
advertisement
IND U19 VS WI U19 Final at SBNCS
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমায়ার ৷ ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েন ভারতীয় ব্যাটসমানরা ৷ একমাত্র সরফরাজ খান (৫১) বাদে রান পাননি  কেউই ৷ ১৪৬ রানের পুঁজি নিয়ে বিশ্বকাপ ফাইনাল জেতা প্রায় অসম্ভব ব্যাপার ৷ রবিবার কোনও মিরাকেল ঘটেওনি মীরপুরে ৷ তবে কম রান নিয়েও লর্ডসে ৮৩ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফেরানো একটা মরিয়া চেষ্টা করেছিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ খেলা শেষ ওভার পর্যন্ত গড়ালেও কেসি কার্টার (৫২ নট আউট) এবং কিমু পল (৪০ নট আউট)-এর ব্যাটে ভর করে অনায়াসে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন কার্টার ৷ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৷
বাংলা খবর/ খবর/খেলা/
তিরাশির স্মৃতি ফিরল না, রবিবাসরীয় মীরপুর মাতল ক্যালিপসো ছন্দে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement