তিরাশির স্মৃতি ফিরল না, রবিবাসরীয় মীরপুর মাতল ক্যালিপসো ছন্দে
Last Updated:
ভারত : ১৪৫ (৪৫.১ ওভার) ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬/৫ ( ৪৯.৩ ওভার) ৫ উইকেটে জয়ী অনূর্ধ্ব-১৯ ওয়েস্ট ইন্ডিজ দল
ভারত : ১৪৫ (৪৫.১ ওভার)
ওয়েস্ট ইন্ডিজ: ১৪৬/৫ ( ৪৯.৩ ওভার)
৫ উইকেটে জয়ী অনূর্ধ্ব-১৯ ওয়েস্ট ইন্ডিজ দল
advertisement
#মীরপুর: শেষরক্ষা হল না ৷ গোটা টুর্নামেন্ট অপরাজিত থেকে ফাইনালে উঠেই শেষপর্যন্ত হার হজম করতে হল মেন ইন ব্লু’দের ৷ সেইসঙ্গে ক্রিকেটার থেকে কোচ হয়েও ভাগ্য বদলালো না ভারতীয় ক্রিকেটের অন্যতম ‘ট্র্যাজিক নায়ক’ রাহুল দ্রাবিড়ের ৷ মীরপুরে রবিবাসরীয় ফাইনালে ভারত হারল ৫ উইকেটে ৷ ২০০৪ সালে পাকিস্তানের বিরুদ্ধে এই ঢাকার মাটিতেই হারতে হয়েছিল ক্যারিবিয়ানদের ৷ দ্বিতীয়বার আর সেটা হতে দেননি হেটমায়াররা ৷ শের-ই-বাংলা স্টেডিয়ামে তিন বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল গেইলদের ভাইরা ৷
advertisement
এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক হেটমায়ার ৷ ইনিংসের শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়েন ভারতীয় ব্যাটসমানরা ৷ একমাত্র সরফরাজ খান (৫১) বাদে রান পাননি কেউই ৷ ১৪৬ রানের পুঁজি নিয়ে বিশ্বকাপ ফাইনাল জেতা প্রায় অসম্ভব ব্যাপার ৷ রবিবার কোনও মিরাকেল ঘটেওনি মীরপুরে ৷ তবে কম রান নিয়েও লর্ডসে ৮৩ বিশ্বকাপ ফাইনালের স্মৃতি ফেরানো একটা মরিয়া চেষ্টা করেছিল রাহুল দ্রাবিড়ের ছেলেরা ৷ খেলা শেষ ওভার পর্যন্ত গড়ালেও কেসি কার্টার (৫২ নট আউট) এবং কিমু পল (৪০ নট আউট)-এর ব্যাটে ভর করে অনায়াসে ম্যাচ জিতে যায় ওয়েস্ট ইন্ডিজ ৷ ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছেন কার্টার ৷ ম্যান অফ দ্য টুর্নামেন্ট বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ৷
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2016 3:56 PM IST