বিশ্বকাপে শামি, সিরাজের পাশাপাশি উমরানকেও নিয়মিত দেখতে চান শাস্ত্রী, গাভাসকার
- Published by:Rohan Chowdhury
Last Updated:
Umran Malik should be in the team for World Cup beside Mohammed Shami. বিশ্বকাপে শামি, সিরাজের পাশাপাশি উমরানকেও নিয়মিত দেখতে চান শাস্ত্রী, গাভাসকার
#রায়পুর: বছর শেষে দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। ভারতীয় দলের থেকে সমর্থকদের প্রত্যাশা কতটা থাকবে সেটা নতুন করে বলার প্রয়োজন নেই। তবে টুর্নামেন্ট জিততে হলে শুধু ব্যাটিং ভরসা করলেই হবে না। ভারতীয় বোলিং লাইন আপকে নিখুঁত পারফর্ম করতে হবে। তবেই একমাত্র সম্ভব ২০১১ সালের স্মৃতি ফেরানো। রবি শাস্ত্রী এবং সুনীল গাভাসকার মনে করেন একদিনের বিশ্বকাপে ভারতীয় দলের উচিত শামি এবং সিরাজের পাশাপাশি উমরান মালিককেও দলে রাখা।
কাশ্মীরের তরুণ পেসার ভারতীয় দলের সঙ্গে অল্প অল্প করে মানিয়ে নিচ্ছেন। তাকে ঘুরিয়ে ফিরিয়ে এখন ব্যবহার করা হচ্ছে। তবে বয়স এখন তার সঙ্গে আছে। গতি আছে। দু'বছর পর হয়তো এই গতি কমে যাবে। তাই টিম ম্যানেজমেন্ট যেন তাকে বিশ্বকাপে ব্যবহার করে আর্জি সানি এবং রবির। উমরান হয়তো নিজের বল কন্ট্রোল করার ক্ষেত্রে এখনও সম্পূর্ণ দক্ষ হয়ে ওঠেনি।
advertisement
আরও পড়ুন - কিউয়িদের নিয়ে ছেলেখেলা করে সিরিজ জয় ভারতের, ব্যাট হাতে ছন্দে ফিরলেন রোহিত
কিন্তু সেটা বসিয়ে রেখে হবে না। যত খেলবে তত শিখবে। রবি শাস্ত্রী জানিয়েছেন শামি এবং সিরাজের থেকে পরামর্শ নিতে পারবে উমরান। সিনিয়ার পেসারদের থেকে নিজের ভুলত্রুটি ঠিক করে নেওয়ার সুযোগ থাকবে তার। আর এই বিশ্বকাপে ভারতের লুকনো তাস হয়ে উঠতে পারেন উমরান।
advertisement
advertisement
কারণ শ্রীলংকা এবং নিউজিল্যান্ড ছাড়া খুব বেশি দলের বিরুদ্ধে তাকে ব্যবহার করা হয়নি। ভারতের বোলিং কোচ পরশ মামরে জানিয়েছেন উমরানকে বুদ্ধি করে খরচ করতে চায় বিসিসিআই। কারণ বেশি ম্যাচ খেলিয়ে দিলে উমরানকে ধরে ফেলতে সুবিধা হবে বিপক্ষ দলগুলোর, তেমনই তার নিজেরও প্রমাণ করার খিদে কমে যেতে পারে।
আর উমরান স্বাভাবিকভাবে আক্রমণাত্মক বোলার। তার মানসিকতার প্রয়োজন হবে বিশ্বকাপে। তাই তাকে কিভাবে ব্যবহার করা হবে সেটা ভাবতে হবে অধিনায়ক রোহিত শর্মা এবং কোচ রাহুল দ্রাবিড়কে।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 21, 2023 8:13 PM IST