#করাচি: ভারতীয় ক্রিকেটের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত নাম উমরান মালিক। গতির বিস্ফোরণে আইপিএলে ঘায়েল করছেন ব্যাটসম্যানদের। প্রতি ম্যাচে নিজেকে অপ্রতিরোধ্য করে তুলেছেন কাশ্মীরের তরুণ পেসার। এবার উমরান মালিককে নিয়ে চর্চা পাকিস্তানে। প্রাক্তন পাক উইকেট-রক্ষক রশিদ লতিফ জানিয়েছেন উমরান এখন আগের তুলনায় পরিণত। ডেল স্টেইনকে কোচ হিসেবে পেয়ে তার লাভ হয়েছে।
অস্ট্রেলিয়ার মাটিতে টি টোয়েন্টি বিশ্বকাপে উমরানকে শুধু নিয়ে যাওয়া উচিত নয়, ম্যাচে নামিয়ে দেওয়া উচিত ভারতের। লতিফ মনে করেন উমরানের ১৫০ কিলোমিটার গতি সামাল দেওয়া সহজ হবে না অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটে। পাকিস্তান, বাংলাদেশ বা শ্রীলংকার বিপক্ষে শুধু নয়, অস্ট্রেলিয়ার বিপক্ষেও কাশ্মীরের এই তরুণ ফাস্ট বোলারকে খেলানো উচিত ভারতীয় টিম ম্যানেজমেন্টের। তাছাড়া এখন আত্মবিশ্বাসের তুঙ্গে আছে উমরান।
তাই তাকে খেলালে লাভ হবে ভারতের। পঞ্জাব কিংসের বিরুদ্ধে সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচে প্রথম ভারতীয় পেস বোলার হিসাবে আইপিএলে ১৫০ উইকেট নেওয়ার নজির গড়েছেন ভুবনেশ্বর কুমার। ম্যাচে মাত্র ২২ রানের বিনিময়ে তিন উইকেট নেন ভুবি। তবে তাঁর গোটা লাইমলাইটটাই কেড়ে নিয়েছেন উমরান মালিক। ১৫০-র আশেপাশে প্রতিনিয়ত বোলিং করে এমনিই সকলের নজর কাড়ছেন উমরান।Umran Malik Can Easily Take Out Asian Batters On Australian Pitches Rashid Latif Lauds SRH Pacer | IPL 2022: Former Pakistan captain read ballads in praise of speedstar Umran Malik, said https://t.co/PZzX94xsXD
— ARFIUS.com (@Arfius_Official) April 16, 2022
প্রতিটি ম্যাচেই তাঁর উইকেট সংখ্যাও বাড়ছে। ২৮ রানের বিনিময়ে চার উইকেট নিয়ে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ সেরা হয়েছেন ২২ বছর বয়সি পেস বোলার। উমরানের আগুনে গতিতে নাজেহাল প্রতিপক্ষ ব্যাটাররা। তবে জম্মুজাত বোলার যে শুধু বিপক্ষকে চাপে ফেলছেন, তাই নয়। তাঁর জন্য ভুবনেশ্বরের জীবনও নাকি দুর্বিসহ হয়ে উঠেছে।
ম্যাচ শেষে সাক্ষাৎকারে উমরানের বিষয়ে কথা বলতে গিয়ে ভুবি দাবি করেন, ও আমাকে কোনওরকম সাহায্য করছে না। বরং ওর গতির তুলনায় যেহেতু আমার বলের গতি অনেকটা কম, তাই ব্যাটাররা আমার বোলিংকেই (রান করার জন্য) টার্গেট করছে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Babar Azam, Umran Malik