ভারতীয় পেসারের রেকর্ড ভেঙে দিলেন আমিরশাহির বোলার! নাম তুলেন ইতিহাসের পাতায়
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Asia Cup 2025: এশিয়া কাপ ২০২৫-এ সংযুক্ত আরব আমিরশাহির পেসার জুনাইদ সিদ্দিকি দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের। গড়লেন অনন্য রেকর্ড।
এশিয়া কাপ ২০২৫-এ সংযুক্ত আরব আমিরশাহির পেসার জুনেইদ সিদ্দিকি দুর্দান্ত বোলিং করে নজর কেড়েছেন ক্রিকেটবিশ্বের। বুধবার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত পাকিস্তানের বিপক্ষে গ্রুপ ‘এ’-এর তৃতীয় ম্যাচে তিনি ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। তার এই অসাধারণ বোলিং পারফরম্যান্স পাকিস্তানকে চাপে ফেলে দেয় শুরু থেকেই।
জুনেইদ ম্যাচের চতুর্থ বলেই সাইম আয়ুবকে শূন্য রানে ফিরিয়ে প্রথম ধাক্কা দেন। এরপর তৃতীয় ওভারে আউট করেন ওপেনার সাহিবজাদা ফারহানকে (৫ রান)। শেষের দিকে ১৭তম ওভারে মহম্মদ নবাজ ও ১৯তম ওভারে মহম্মদ হারিসকে ফিরিয়ে ৪ উইকেট সম্পূর্ণ করেন। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি ভেঙে দেন ভুবনেশ্বর কুমারের ২০২২ সালের করা রেকর্ড এবং এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে সেরা বোলিংয়ের রেকর্ড গড়েন।
advertisement
জুনেইদের আগের ম্যাচেও ছিল ৪ উইকেট নিয়েছিলেনয দুর্দান্ত বোলিং করে ওমানের বিপক্ষে ৪ ওভারে ২৩ রান দিয়ে ৪ উইকেট নেন। এশিয়া কাপের টি-২০ সংস্করণের ইতিহাসে টানা দুই ম্যাচে চার উইকেট নেওয়া দ্বিতীয় বোলার হলেন জুনেইদ সিদ্দিকি। এর আগে কেবল ভারতের ভুবনেশ্বর কুমার এই কৃতিত্ব অর্জন করেছিলেন। সংযুক্ত আরব আমিরশাহির হয়ে এটি এখন পর্যন্ত সেরা বোলিং পারফরম্যান্স।
advertisement
advertisement
আরও পড়ুন: IND vs PAK: রবিবার ফের ভারত-পাকিস্তান ক্রিকেট ‘যুদ্ধ’! তার আগে আবারও হুঁশিয়ারি পাক অধিনায়কের
জুনেইদের পাশাপাশি সিমরনজিৎ সিংও ৩টি উইকেট নেন, যা পাকিস্তানের ব্যাটিং লাইনআপকে আরও চাপে ফেলে দেয়। এশিয়া কাপের মত বড় মঞ্চে এমন দুর্দান্ত পারফরম্যান্স সংযুক্ত আরব আমিরশাহির ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে এবং জুনাইদ সিদ্দিকি হয়ে উঠেছেন দলের অন্যতম ভরসা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
September 18, 2025 4:17 PM IST