IND vs PAK: রবিবার ফের ভারত-পাকিস্তান ক্রিকেট 'যুদ্ধ'! তার আগে আবারও হুঁশিয়ারি পাক অধিনায়কের

Last Updated:
IND vs PAK: ভারতের বিরুদ্ধে লজ্জার হার ও নৌ হ্যান্ডশেক বিতর্কের রেশ এখনও কাটেনি। আর ইউএই-কে হারিয়ে সুপার ফোরে জায়গা পাকা করতেই ফের একবার হুঙ্কার দিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা।
1/5
ভারতের বিরুদ্ধে লজ্জার হার ও নৌ হ্যান্ডশেক বিতর্কের রেশ এখনও কাটেনি। আর ইউএই-কে হারিয়ে সুপার ফোরে জায়গা পাকা করতেই ফের একবার হুঙ্কার দিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা।
ভারতের বিরুদ্ধে লজ্জার হার ও নৌ হ্যান্ডশেক বিতর্কের রেশ এখনও কাটেনি। আর ইউএই-কে হারিয়ে সুপার ফোরে জায়গা পাকা করতেই ফের একবার হুঙ্কার দিলেন পাকিস্তান অধিনায়ক সলমন আলি আঘা।
advertisement
2/5
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৪৬ রান করে পাকিস্তান। যা করতে যথেষ্ট ঘাম ঝরাতে হয় পাকব্যাটারদের। ৪১ রানে ম্যাচ জেতার পর পাক অধিনায়ক জানিয়ে দিলেন যে কোনও দলকে হারাতে পারেন তারা।
সংযুক্ত আরব আমিরশাহির বিরুদ্ধে প্রথমে ব্যাট করে ১৪৬ রান করে পাকিস্তান। যা করতে যথেষ্ট ঘাম ঝরাতে হয় পাকব্যাটারদের। ৪১ রানে ম্যাচ জেতার পর পাক অধিনায়ক জানিয়ে দিলেন যে কোনও দলকে হারাতে পারেন তারা।
advertisement
3/5
আগামী রবিবার ফের একবার সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। নাম না করে ভারতীয় দলকে হুঁশিয়ারি দেন আঘা। ভাল ক্রিকেট খেলতে তার দল তৈরি বলে জানান।
আগামী রবিবার ফের একবার সুপার ফোরে পাকিস্তানের মুখোমুখি হবে ভারতীয় দল। নাম না করে ভারতীয় দলকে হুঁশিয়ারি দেন আঘা। ভাল ক্রিকেট খেলতে তার দল তৈরি বলে জানান।
advertisement
4/5
পাকিস্তান অধিনায়ক বলেন,
পাকিস্তান অধিনায়ক বলেন,"আমরা যে কোনও চ্যালেঞ্জের জন্য তৈরি। ভাল ক্রিকেট খেলাই আমাদের প্রধান লক্ষ্য। যে কোনও দলকে হারানোর ক্ষমতা আমাদের ছেলেদের রয়েছে।"
advertisement
5/5
এছাড়াও সলমন আলি আঘা বলেন,
এছাড়াও সলমন আলি আঘা বলেন,"কাদের বিরুদ্ধে খেলব সেটা মাথাতেই রাখছি না। মাঝের দিকে ওভারগুলিতে আমাদের ভাল ব্যাট করতে হবে। তাহলে আমরা অনায়াসে ১৭০-১৮০ রান করতে পারব।"
advertisement
advertisement
advertisement