বিশ্বকাপ ফাইনালে এক 'ভারতীয়'র দাপট, তাও ভারতের বিরুদ্ধে! বিরল ঘটনা ক্রিকেটে

Last Updated:

Ind vs Aus U19 WC Final: অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের বিরুদ্ধে এক ভারতীয় হরজস সিং হাফ সেঞ্চুরি করলেন। ভারতের জয়ের রাস্তায় কঠিন করল অস্ট্রেলিয়া।

বেনোনি: ভারতের বিরুদ্ধে এক ভারতীয়ের দাপট!
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ ফাইনালে ভারতের কাজটা কঠিন করে দিল অস্ট্রেলিয়া। এমনিতেই লোকে বলে, অস্ট্রেলিয়া যে কোনও টুর্নামেন্টের ফাইনাল খেললে তাদের মতো কঠিন প্রতিদ্বন্দ্বী আর নেই। সেই কথাই যেন বারবার সত্যি হয়ে যায়!
এখনও পর্যন্ত পাঁচবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জিতেছে ভারত। আজ ষষ্ঠবার বিশ্বসেরা হওয়ার সুযোগ ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের সামনে। অস্ট্রেলিয়া এখনও পর্যন্ত ছোটদের বিশ্বকাপ জিতেছে তিনবার। অর্থাৎ আজ তাদের সামনে চতুর্থবার বিশ্বজয়ের সুযোগ।
advertisement
advertisement
আরও পড়ুন- ৩ মাস পর ফের বিশ্বকাপ ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া, বড়দের বদলা নিতে তৈরি ছোটরা
তিন মাসের মধ্যে আবার ভারত-অস্ট্রেলিয়া বিশ্বকাপ ফাইনাল। সেবার ২০২৩ বিশ্বকাপ ফাইনালে ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল অজিরা। তাও আবার ভারতেরই মাটিতে। এবার বড়দের সেই হারের বদলা নেওয়ার সুযোগ ছোটদের সামনে।
দক্ষিণ আফ্রিকার এই ভেনুতে পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া প্রথম সেমিফাইনাল খেলা হয়। ১৭৯ রান করেছিল পাকিস্তান। শেষ পর্যন্ত হাড্ডাহাড্ডি লড়াইয়ে ম্যাচটা জিতে নেয় অজিরা। এই উইকেট লো স্কোরিং। সেখানেই কি না অস্ট্রেলিয়া ভারতের সামনে ২৫৩ রানের লক্ষ্য রাখল!
advertisement
ফাইনালে এক ভারতীয়ের দাপট দেখল গোটা বিশ্ব। তাও ভারতের বিরুদ্ধে। হরজস সিং। ভারতীয় বংশোদ্ভুত তিনি। তাঁর বাবা অস্ট্রেলিয়ায় ট্রাভেল ব্যবসায় যুক্ত। সেই হারজাস গোটা টুর্নামেন্টে ছাপ রাখতে পারেননি। কিন্তু ফাইনালে ভারতের বিরুদ্ধে হাফ সেঞ্চুরি করলেন।
আরও পড়ুন- ভালবাসার সপ্তাহে সৌরভ-ডোনার ঘরে নতুন ‘সদস্য’! ‘পরী’র অপেক্ষায় গাঙ্গুলি পরিবার
হরজস এবার অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে এখনও পর্যন্ত শ্রীলঙ্কার বিরুদ্ধে সর্বোচ্চ ১৭ রান করেছিলেন। এদিন ফাইনালে তিনি খেললেন ৫৫ রানের ইনিংস।
বাংলা খবর/ খবর/খেলা/
বিশ্বকাপ ফাইনালে এক 'ভারতীয়'র দাপট, তাও ভারতের বিরুদ্ধে! বিরল ঘটনা ক্রিকেটে
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement