এক ওভারে ৫টি চার একটি ছয়, অনুর্ধ্ব ১৯ মহিলা টি-২০ বিশ্বকাপে শেফালির তাণ্ডব
- Published by:Sudip Paul
Last Updated:
মেয়েদের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপের প্রথম ম্যাচে দুরন্ত জয় পেল টিম ইন্ডিয়া। ম্যাচে প্রথম ব্যাট করে ১৬৬ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ২১ বল বাকি থাকতেই ৭ উইকেটে ম্যাচ জেতে ভারত। এক ওভারে ৬টি বাউন্ডারি মেরে রেকর্ড বুকে শেফালি ভার্মা।
#বেনোনি: অনুর্ধ্ব ১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপে দুরন্ত শুরু করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। প্রথম ম্যাচেই আয়োজক দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সহজেই জয় পেয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচে ব্যাটে-বলে ও অধিনায়কত্বে নিজের অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন সিনিয়র দলে খেলা শেফালি। একইসঙ্গে ব্যাটিংয়ে এক ওভারে ৬টি বাউন্ডারি মেরে রেকর্ড বুকে নাম লিখিয়েছেন ভারতীয় মহিলা তারকা ক্রিকেটার।
ম্যাচে দক্ষিণ আফ্রিকার দেওয়া ১৬৭ রানের টার্গেট তাড়া করতে নেমে বিধ্বংসী ব্যাটিং করেন শেফালি ভার্মা। তার খেলা ঝোড়ো ইনিংসের সৌজন্যেউ রান চেজ করা সহজ হয়ে যায় ভারতীয় দলের কাছে। শেফালির দক্ষতা এই ম্যাচে স্পষ্ট চোখে পড়ে। মাত্র ১৬ বলে ৪৫ রানের দুরন্ত ইনিংস খেলেন তিনি। নিনির এক ওভারে ২৬ রান করেন তিনি। ওভারের প্রথম পাঁচটি বলে চার মারার পর, ষষ্ঠ বলটিতে ছক্কা হাঁকান শেফালি। যদিও ৪৫ রানেই সাজঘরে ফেরেন শেফালি ভার্মা। শেফালির রেকর্ড ২৬ রানের এক ওভারের ভিডিও এখন ভাইরাল নেট দুনিয়ায়।
advertisement
advertisement
advertisement
প্রসঙ্গত, ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৬৬ রান করে প্রোটিয়ারা। দলের হয়ে সর্বোচ্চ ৪৪ বলে ৬১ রান করেন সিমোন লরেন্স। শেফালি ভার্না নেন ২টি উইকেট। রান তাড়া করতে নেমে ২১ বল আগেই ৭ উইকেটে সহজ জয় পায় ভারতীয় দল। সর্বোচ্চ ৫৭ বলে ৯২ রান করেন শ্বেতা শেরায়ত। এছাড়া ৪৫ রান করেন শেফালি ভার্মা।
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 15, 2023 3:01 PM IST